পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ SS) সাত-আনির বাড়ী হইতে বাহির হইয়া আসিয়া শীতল হাসি আর চাপিয়া রাখিতে পারিল না। সে একেবারে হাসিয়া আকুল হইল । হো-হো-হে, আরে হা-হা-হা ! নয়-অানির গোপাল সর্দার পথ দিয়া যাইতেছিল ; সে ঠাকুরের হাসি শুনিয়া আর তার ভাবভঙ্গী দেখিয়া বলিল “কি গো ঠাকুর । আজ বুঝি মাত্রাটা খুব চড়িয়েছ। একেবারে হেসে যে পাগল হয়ে গেলে ।” 畿 শীতল ঠাকুর তাড়াতাড়ি যাইয়া গোপালের হাত ধরিয়া বলিল “ওরে গোপাল ! হাঃ হাঃ হাঃ । হো-হো হে৷ ” গোপাল বলিল, “তুমি সত্যিই পাগল হলে না কি ! কথা নেই, বাৰ্ত্তা নেই, শুধু হাঃ হাঃ আর হোঃ হোঃ ! বলি ব্যাপারটা কি ?” “ওরে বেটা গোপলা ! আরে হাঃ হাঃ হাঃ !” “যাও ঠাকুর, তোমার সঙ্গে মাতলামী করবার সময় নেই ; আমি পুরুত-ঠাকুরকে ডাকতে যাচ্ছি। সর!” “আরে বেটা, ফিরে চল ফিরে চল । পুরুতঠাকুর সাত-আনিতে হাঃ হাঃ হাঃ ! ওরে তার বদলে আমাকে নিয়ে চল, বুঝলি গোপাল, পুরুতের কাজ আমার দিয়েই হবে, হাঃ-হাঃ হাঃ ।” Y Y a