পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| S8 || হরিহরের পত্র শ্ৰীশ্ৰীচরণকমলেষু, দাদা, সেদিন মমিণপুরের মহাভারত শোনবার জন্য বাবার কাছে নিয়ে গিয়ে তুমি যা শুনিয়েছ, তা যে মহাভারত নয়, সে কথা মূৰ্ধ আমিও হলফ করে বলতে পারি; বরঞ্চ তার সঙ্গে রামায়ণের কাণ্ড-বিশেষের অল্প-বিস্তর তুলনা হতে পারে। আরে বাবা রে! কোথায় মৃদু সমীরণ আশা করে গিয়েছিলাম, না— একেবারে টর্নেডো। তবুও যা হোক মহাপ্রলয় হয় নাই। সত্য কথা বলিতে কি দাদা, তোমার মত স্থির গম্ভীর প্রশান্ত মহাসাগরে একেবারে বে-অব বিস্কের উত্তাল-তরঙ্গ দেখে আমি 'ত প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম ; তারপর যখন তোমার তরঙ্গগর্জন হতে লাগল, তখন একবার অমনি একটু সময়ের জন্ত তোমার মুখের দিকে চেয়েই বুঝতে পারলাম, সেটা ঐ উপরের একটু তরঙ্গ, তার নীচে ধীর স্থির দাদা আমার স্নেহ-মমতায় পূর্ণ। তোমরা খুড়া-ভাইপোয়ে করবে ঝগড়া-বিবাদ, আর মাঝে থেকে বিপদ এই ক্ষুদ্র জীবটার। আমার উপর আদেশ প্রচারিত > &●