পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-অমানি Ç যাক, এ সকল অপ্রীতিকর ব্যাপারের আলোচনা বন্ধ করই ভাই । যে ঘটনা লইয়া এই গোলযোগ উপস্থিত হইয়াছে, সে সম্বন্ধে তুমি কি সাহায্য করিতে পার, জানিতে চাহিয়াছ। তুমি আমার একটা সাহায্য করিতে পার, তাহ। এই যে, তুমি এ ব্যাপারে আপাততঃ সম্পূর্ণ নিলিপ্ত থাকিও । তাহা হইলেই আমাকে যথেষ্ট সাহায্য করা হইবে । তোমার দ্যায় কৰ্ত্তব্যপরায়ণ যুবকের যে এই বিষয়ে সম্পূর্ণ সহানুভূতি থাকিবেই, এ কথা না লিখিলেও পারিতে ; তাহা আমি জানি। তবে এ সকল বিষয়ে আত্মোৎসর্গ করিবার সময় এখনও তোমার হয় নাই ; এখন তোমার চিন্তা, যত্ন ও চেষ্টা জ্ঞানামুশীলনে সম্পূর্ণ ভাবে নিয়োজিত থাকে, ইহাই আমি দেখিতে চাই । কার্য্যক্ষেত্রে অবতীর্ণ হইবার যখন সময় ও প্রয়োজন হইবে, তখন আমিই তোমাকে ডাকিব, তুমি তখন তোমার দাদার বল বৃদ্ধি করিও । পত্ৰখানি বড় সংক্ষিপ্ত হইল ; তাহাতে কিছু মনে করিও না। তুমি শীঘ্রই কলিকাতা যাওয়ার ব্যবস্থা করিয়া ভালই করিয়াছ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পূৰ্ব্বে আসিয়া সময় নষ্ট করিও না। লেখাপড়া সম্বন্ধে কখনও অবহেলা করি ও না । দেশের কাজ করিবার যথেষ্ট সময় পরে পাইবে । তুমি আমার আশীৰ্ব্বাদ জানিও। কলিকাতায় যাইয়া শরীর কেমন থাকে, তাছ। লিখিও । আমিও মধ্যে মধ্যে এখানকার সংবাদ তোমাকে জানাইব । ইতি আশীৰ্ব্বাদক ঐসিদ্ধেশ্বর দেবশৰ্ম্মণ: 2?br