পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S6 | মনোহর বাবু এখন কায়ুমনোবাক্যে মমিনপুরের মোকদ্দমার তদ্বির করিতে লাগিলেন । এই মহালটা লইয়া অনেক দিন হইতেই নয়-আনি সাত-আনিতে গোলযোগ চলিতেছিল ; এতদিনের মধ্যে সাত-আনি এই মহলে আধিপত্য বিস্তার করিতে পারেন নাই। জেলার জজ আদালতে মোকদমা এতদিন মুলতবী ছিল। মধ্যে একবার বিচারের দিন পড়ে ; কিন্তু মনোহর বাবু তখনও ভাল করিয়া প্রস্তুত হইতে পারেন নাই বলিয়া,আপোষ হইবার সম্ভাবনা আছে, এই অজুহাত দেখাইয়া সমল লইয়াছিলেন। এখন আর সে অজুহাত চলিল না। মোকদ্দমা চালাইবার জন্ত উভয় পক্ষই ভাল ভাল উকীল নিযুক্ত করিলেন ; উভয় পক্ষই অনেক দলিল দাখিল করিলেন । মনোহর বাবু এবার একেবারে নিশ্চিন্ত হইয়াছিলেন যে, তিনি এ আদালতে জিতবেন ; তাহার পর হাইকোটের সাধ্যও হইবে না যে, নিম্ন আদালতের রায় রদ করেন—এমন পাকা দালঃ তিনি দাখিল করিয়াছেন । মনোহর বাবুর পক্ষ হইতে যে দিন পাকা দলিল উপস্থাপিত হইল, সেদিন নয়-আনির প্রীণ উকিল মহাশয় বড়ই বিপদে পড়িলেন। এই দলিলখানি নাকচ করিতে না পরিলে তিনি মামলা কিছুতেই জিতিতে পারিবেন না,—এখানে একেবারে 간 છે રજેિ