পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল তমানি গম্ভীর ভাবে বলিলেন “অপর পক্ষ তাহা হইলে ৭ই দলিলখনির উপরই সম্পূর্ণ নির্ভর করিতেছেন।” সাত-আ ন উকিল বাবু অপর পক্ষের উকিলের গম্ভীর ও উদাস ভাব দেখয়া আরও বল পাইলেন । তিনি বলিলেন “অপনি যখন এতক্ষণ ধরিয়া বিশেষ ভাবে পরীক্ষা করিলেন, তখন অবশ্যই স্বীকার করবেন যে, এই দলিল কৃত্রিম নহে, এবং অন্ত প্রমাণ বল 1ং না চুই ল ৷ এই দলিলখানির বলেট মোকদমা আমার অনুকূলে ডিক্ৰী হইবে।” নয়-আনির উকিল বাবু গম্ভীর ভাবে বললেন সে বিষয়ে আমারও অন্য মত নাই, কারণ ইষ্টাতে নয়-আiনর স্বৰ্গ ৷ জমিদার মহাশয়ের স্বাক্ষর রহিয়াছে এবং সাত-আনির জমিদার মহাশয়ের ৪ স্বাক্ষর রহিয়াছে । এই স্বাক্ষর সম্বন্ধে ত অপর পক্ষের কোন দ্বিধা নাই ।” সাত-আনির উকিল বাবু আদালতকে সম্বোধন ক'{{ বলিলেন *ধৰ্ম্মাবতার, পরীক্ষা করিয়া দেখিতে পারেন, মনোঃ র বাবুর অন্যান্য আরও অনেক স্বাক্ষর এই নথিতে আছে। •াষ্ঠীর সহিত এই স্বাক্ষর মিলে কি না ।” বিচারক মহাশয় আর কয়েকট স্বাক্ষরের স{ঃ ত মিলাইয়া বলিলেন “স্বাক্ষর সম্বন্ধে কোনরূপ সন্দেহ করিবারই কারণ নেই।” তখন নয়-আনির উকিল বাবু অতি ধীর ভাবে বললেন “७ट्रे দলিল সম্বন্ধে আমার অতি সামান্ত একটু বক্তব্য আছে। যে কাগজে এই দলিলপানি লিপিত হইয়াছে, সেই কাগজ প্রস্তুতের সাল উক্ত কাগজে সাদা অক্ষরে ছাপা আছে । আদালত কাগজখানি )○>