পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘোনে-তমালি সম্পত্তি আসবাবপত্রের তালিক। করিয়া সিদ্ধেশ্বর ব! বুক সমস্ত বুঝাইয়া দিয়া তাহার নিকট হইতে রসিদ গ্রহণ করেন। মৃত জমীদারের শ্রাদ্ধের ব্যয় সম্বন্ধে সিদ্ধেশ্বর বাবু ধাহ! ময় ত মনে করিবেন, তাহাই করিবেন। মাজিষ্ট্রেট সাহেবের সহিত পুনরায় সাক্ষাৎ কবির। যথারীতি লিখিত-আদেশপত্র লঃ য়ু এবং ডেপুটী বাবুর দেবীপুরে আগমনের ব্যবস্থা করিয়া দিয়া দুই ভাই আর বিলম্ব না করি: ৭ চলিয়: আসিলেন । পরদিনই ডেপুটী বাবু উপস্থিত হইলেন এবং কয়েকজন সাক্ষার সমূপে সাত আনির বাড়ার সমস্ত বিষয় সম্পত্তি সঙ্গুের পত্ত্বিকে বুঝাইয়া দিয়া চলিয়া গেলেন। বিশেষ সমারোহেই মনোহর বাবুর শ্রাদ্ধক ধf .*? হুইল ; কোন প্রকার সামাজিক গোলযোগ উপস্থিত হইল না । ইতঃপূর্বেই সিদ্ধেশ্বর ইরিঙ্গরের পড়াশুনা সঙ্গীণ উপদেশ প্রার্থনা করিয়া কমিশনর সাহেবকে পত্র লিখিয়াছিলেন । ক শেনর সাহেব উত্তর দিয়াছেন যে, যখন অল্প কয়েক মাস পপ, siরচর বাবুকে জমিদারীর ভার গ্রহণ করিতে হইবে, তখন এপল ইতেই তাহার এ সম্বন্ধে জ্ঞান লাশু করা কওঁব্য ; সুতরাং : ঞ্জ বাবুর কলেজে পড়া এ সময় সঙ্গত হুইবে না । এই সংবাদ পাইয়া হরিহর বড়ই দুঃখিত হইল । সদ্ধেশ্বর বলিলেন “তুমি ইহাতে নিশ্চেষ্ট হইও না। একটা সব অবন্ত নষ্ট হইবে। তুমি জমিদারী হাতে লই উপযুক্ত ব্যবস্থা করিয়; >Cふ