পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি শুশ্রুষা করিবার উপদেশ দিয়া চলিয়া গেলেন । বলম্ব ও আর বেশী হইল না ; ডাক্তারের যেদিন চলিয়া গেলেন, সেই রাত্রিতেই স্বামীর কোলে মাথা রাখিয়া, শাশুড়ীর পদধূলি মস্তকে লইয়া সিদ্ধেশ্বরের স্ত্রী সতীলোকে চলিয়া গেলেন । হরিহর কাদিয়া বলিল “দাদা, একে-একে সবাই যে যায় ! জ্যেঠাইম, তুমি যেও না গো, তুমি যে ও না।” রমামুন্দরী হরিহরকে বালকের মত কোলের মধ্যে লইয়া বলিলেন “ভয় কি বাবা, ভগবানের উপর নির্ভর করতে শেখ ।”