পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘোল-ক্ৰমণলি সিদ্ধেশ্বর বলিলেন “তা হলে তুই আমার উপদেশ মত চলবিনে ?” হরিহর বলিল “জ্যেঠাইমা, দেখে, সরকারের সাটিফিকেট পেয়ে দাদা একেবারে লাট হয়ে ব গছে । আমি নাবালক কি না, তাই উনি হুকুম দেবেন, খবরদার, আজ নাইতে পাবিনে, আজ মুগের ডাল খেতে পাবিনে, আমি অমনি নাবালক সুবোধের মত তাই করব। এই বুঝি তোমা দাদা ! সে সব হবে না ; জ্যেঠাইম যা বলবেন, তামাকে তা মাথা পেতে নিতে হবে। তোমাকে যা বলবেন, তা আ'ম বুঝতেই পেরেছি। বলবেন এই—যা সকল মায়েই বলে থাকেন—বলবেন, যা হবার তা ত হয়ে গেল ; সে সব ভেবে চুপ কৰুে বসে থাকলে ত আর সংসার চলে না । এখন লক্ষ্মী ছেলেটির মত আর একটা বিয়ে করে ঘর-সংসার করিতে থাকহ । কেমন জ্যেঠাইম, এই ত তোমার কথা ।” সিদ্ধেশ্বর বলিলেন “দেথেছ মা, ওর সঙ্গে কথায় করি ও পারবার যো নেই। এই যে এত বড় বিপদটা গেল, এই যে এমন প্রকা গু একটা জমিদারীর ভার স্বন্ধে পড়ল, তাতে প্ৰক্ষেপও নাই ; সেই সদানন্দ পুরুষই রয়েছে । ওর ছেলেমাস্তুবা কোন দিনই যাবে না।” হরিহর বলিল “আচ্ছা জ্যেঠাইমা, তুমিই বিচার কর, আমার ছেলেমানুষীটী কোথায় হল । বাবা মারা গেলেন, আমি তার কি করব ? আর তিনি যে গেলেন, ভালই গেলেন ; নহলে অদঃে কি হোতে, কে জানে ? তার পর, বৌদিদি। তিনি ত আজ কল্প ჯ 8v5