পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-আণনি করেন। সে সময় সাত-আনির মনোহর বাবু নয়-অানির ক্ষতি করিবার জন্য নানাপ্রকার চেষ্টা করেন ; কিন্তু দুই চারিট ব্যাপারের পরেই বুঝিতে পারেন যে, তাহার দাদা সম্মেশ্বর চাটুয্যের অপেক্ষ রমাসুন্দরী এক-কাঠি বেশী ; জমিদারী শাসনে রমাসুন্দরী মনোহর বাবুকে এক হাটে বেচিয়া আর এক হাটে কিনিতে পারেন, সুতরাং মনোহর বাবু ছোট-খাট বিবাদ বিসংবাদ করিলেও গুরুতর বিপক্ষতাচরণ করিতে কখনও সাহসী হন নাই । এদিকে রমাসুন্দরীর সহিত মনোহর বাবুর জমীদারী-সংক্রান্ত গোলযোগ থাকিলেও মনোহর বাবুর সাংসারিক বিপদ-আপদে তিনি বিনা আহানে উপস্থিত হইতেন ; সাত-আনিতে কোন ব্যাপারবিধান উপস্থিত হইলে ও-বাড়ীর বড়-গিল্পী আসিয়া কর্তৃত্ব না করিলে কিছুতেই কাৰ্য্য সুসম্পন্ন হইত না। ইহার আরও একটী কারণ ছিল। প্রায় দশ বৎসর পূৰ্ব্বে, যখন মনোহর বাৰুর একমাত্র পুত্র হরিহরের বয়স দশ বৎসর, সেই সময় মনোহর বাবুর স্ত্রী-বিয়োগ হয়। রমাসুন্দরী সে সময় মনোহর বাবুকে পুনরায় বিবাহ করিবার জন্ত বিশেষ অনুরোধ করেন ; কিন্তু পুত্ৰ হরিহরে মুখের দিকে চাহিয়া তিনি বিবাহ করিতে অসম্মত হন এবং সে অসম্মতি রক্ষা করিয়াই আসিয়াছেন। বাড়ীতে আত্মীয়া কোন স্ত্রীলোক না থাকায়, কোন ব্যাপার-বিধান উপস্থিত হইলে রমাসুন্দরীকেই সমস্ত ব্যবস্থা করিতে হইত ; হরিহরের দিকেও তীক্ষাকেই দৃষ্টি রাথিতে হইত। তাহার পর হরিহর গ্রামের বিদ্যালয় হইতে বিশেষ প্রশংসার সহিত প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়৷ কলি S やりぐ