পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তলানি হইয়াছিল। তিনি যে বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা ছাত্র, তাহ অনেক দিন হইতেই জানিতাম ; কিন্তু তিনি যে এমন মহানুভব, নিরহঙ্কার ব্যক্তি, তাহা জানি তাম না । র্তাহার সহিত কথা বলিয়, তাহার অগাধ পণ্ডি ত দেখিয়া, সৰ্ব্বোপরি র্তাহার মহত্ব ও চরিত্রবল দেখিয়া আমি একেবারে মুগ্ধ হইয়া গিয়াছি ; এবং বুঝিতে পারিয়াছি, এমন দেবোপম প্রীতার সাহচৰ্য্য লাভের সৌভাগ্যই তোমার চরিত্রকে এমন মাধুর্য মণ্ডিত করিয়াছে। ভগবানের নিকট প্রার্থনা করি, তুমি সৰ্ব্বাংশে তোমার দাদার উপযুক্ত ভ্রাত হও । যে কথা লিখিবার জন্য এই পত্রের অবতরণ, তাঙ্গ কিন্তু এখনও বলা হয় নাই। আমাদের গ্রামের ৬গোরাচাঁদ মুগোপাধ্যায় মহাশয়ের স্ত্রী-ঘটিত ব্যাপারের বিবরণ বোধ হয় তোমার দাদার নিকট শুনিয়াছ। এমন পৈশাচিক কাণ্ডের অভিনয় মে ভদ্রসমাজে হইতে পারে, তাহা অামি জানি তাম না। এ ব্যাপারের বিশেষ বিবরণ তোমাকে জানাইতে আমি লজ্জিত হইতেছি ; বোধ হয় তোমাকে লিখিবারও প্রয়োজন না, কারণ তোমার দাদা সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনিই সকল কথা বলিবেন । তবুও যে ঐ বীভৎস ব্যাপারের উল্লেখ তোমার কাছে করিতেছি, তাহার বিশেষ কারণ আছে । শুনলাম সেই নরপশু কালাচাদ মুখোপাধ্যায় আত্মদোষ-ক্ষালনের জন্য এবং সমস্ত অপরাধ সেই নিরপরাধা, সাধবী, গোরাচাদ বাবুর সহধৰ্ম্মিণীর উপর আরোপ করিয়া, তোমার পিতাকে এবং তোমাদের সমাজের W^○