পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি হউক তাহার স্তায় নরপিশাচকে এ গ্রাম পরিত্যাগ করিতে বাধা করিব। শ্ৰীযুক্ত সিদ্ধেশ্বর বাবুর মাতুল ত্রযুক্ত চণ্ডীবাবুও আমাদেরই মতাবলম্বী। গোরাচাদ বাবুর স্ত্রী ও কস্তাকে আশ্রয় দানের জন্ত যদি তোমার দাদাকে ওখানে কোন প্রকার সামাজিক নিৰ্য্যাতন ভোগ করিতে হয়, তাহা হইলে আমরাও সে নির্য্যাতনের অংশ গ্রহণ করিতে প্রস্তুত রহিলাম ; এবং আমি তোমাকে বলিতেছি, এ অঞ্চলের অনেক স্থান হইতে আমরা সঙ্গন্তু ভূতি লাভ করিব । এ কথাটা তোমার দাদাকে অবশু অবশ্ব জানাইও । ভগবান তাহার সহায় হইবেন । ইতি । সোদরাভিমানী খ্রীরামনাথ দেবশৰ্ম্মণঃ পত্র পাঠ শেষ হইলে মনোহর বাবু বলিলেন “তুই পক্ষেরই কথা শুনিলাম। ইহার মধ্যে কোন পক্ষের কথা বিশ্বাসযোগ্য, তাহা বিবেচনার বিষয় ।” সিদ্ধেশ্বর বলিলেন “বিবেচনার বিষয় কিছু আছে বলে ত আমার মনে হয় না, কাকা-বাবু! সে রাত্রির ঘটনা ত আমার চক্ষের সম্মুখে ঘটেছিল ; সুতরাং তার প্রত ক্ষ সাক্ষী আমিই আছি । তারপর ঐ বিধবার চরিত্র যে নিৰ্ম্মল ছিল, কেহ কখন তার সম্বন্ধে একটী কথাও বলে নাই, এ কথাও আমি সকলের কাছেই শুনেছি। আর এই রামনাথ ছেলেট ও সেই কথারই সমর্থন করছে। রামনাথ অতি ভাল ছেলে, খুব সত্য じ”電