পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি বলে রাখছি, এ বিষয়-সম্পত্তি নিয়ে মামলা-মোকদম নয়,—এ সমাজের কথা । দেবীপুরের নয়-আনি দেশের সমাজপতি নয় যে, যা ইচ্ছা তাই সমাজে চালাবে। আমিই তোমার এই কাজে বাধা দেব । আজ থেকে তোমার সঙ্গে আমাদের কোন সামাজিক সম্বন্ধ রইল না। আমারই বা বলছি কেন, এই সনাতন ব্রাহ্মণসমাজ–এই হিন্দুসমাজ তোমাকে স্থান দেবে না, এ কথা জেনে রেখে । তুমি আমাদের সমাজের কেউ নও। এত দিন সব সয়েছি, এখন একবার দেখে নেব, তোমার কতখানি শক্তি, কত প্রতাপ ! তোমাকে ভাল বলে আমার বিশ্বাস ছিল ; কিন্তু এখন দেখতে পাচ্ছি, তুমিও অধঃপাতে গিয়েছ । একটা কুলটা ভ্ৰষ্টা স্ত্রীলোকের রূপ দেখে তুমি গলে গিয়েছ। তোমার 'কু-অভিসন্ধি আমি বেশ বুঝতে পেরেছি!” সিদ্ধেশ্বর এতক্ষণও বসিয়া ছিলেন ; কিন্তু তাহার চরিত্রের উপর এই কুৎসিত আক্রমণে তিনি আর আত্ম-সংবরণ করিতে পারিলেন না ; উঠিয়া দা গাইয়া বলিলেন “মনে রাখবেন, সিদ্ধেশ্বর চাটুয্যে মনোহর চাটুয্যে নয়! বেশ, যা আপনি পারেন করবেন। নয়-আনিকে বিপন্ন করবার জন্য সাত-আনি এতকাল চেষ্টার ক্রটী করে নাই ; তার ফলও সকলে দেখেছে । আপনিও করুন । আপনি আমার অনিষ্ট-চেষ্টার ক্রট করেন নাই, এখনও ভাল করে করুন। তবে এই কথা বলে যাচ্ছি, আমি আপনার অনিষ্ট-চেষ্টা করব না, করতে পারিনে –এতে যে হরিহর রয়েচে । ওর যে অনিষ্ট হবে, তা আমি সইতে পারব না। নইলে শোধ নিতে আমিও byపె