পাতা:সংগীতানন্দ লহরী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ à ] ছি পাপির রাজা, মন্ত্রী মন কণমাদি প্রজা, লাভ করি রাজ কর, কেবল মাত্র যন্ত্ৰণ ৷৷ ১ ৷ মায়া দেশ কৰ্ম্ম ক্ষেত্র, অাপদ নামেতে মিত্র, অধৰ্ম্ম নামেতে পুত্র, পাটরাণী দুর্ব। সন। ২। ভুমদণ্ড করি করে, কালছত্র শিরোপার, উদ্বেগ আসনে বসি, দ্বারে অমঙ্গল সেন ৷৷ ৩ ৷ রামচন্দ্র নামে গড়ে, কৰ্ম্ম সুত্র নিশান উড়ে, জ্ঞান শূন্য ডঙ্কা পড়ে, দুৰ্যশ ভেরী ঘোষণা ৷৷ ৪ ৷৷ o রাগিণী ভৈরবী ! তাল জলদ তেতাল।। কালী কাল ভয় হরা, আমরি কেমন মেয়ে জীব শিব করা ৷ ধ্ৰুং । কে জানে কালীর মৰ্ম্ম, নামে নাশে ধৰ্ম্মাধৰ্ম্ম, উপাধি হইলে শূন্য, আপনি দের ধর । * । জ্ঞান কৰ্ম্ম পরি র, অন্য চিন্তা দূর কর, কালী বল কালী কর, নয়নের তারা । * । নাথ আজ্ঞা অনুসারে, চিন্তা কর চিন্তাগণরে, স্বপনে কি জাগরণে, ন হও পাসর। ১ । কহে রামচন্দ্র নরে, এবার বহু জন্মান্তরে, সকল মানব দেহ, বিফল না করা | # li জ্ঞান ভক্তি সহভাবে, শ্যামা পদ ভগব ভাবে, চিস্তায় চিন্তা দূর হবে, অচৈতন্য তর । ২। কালী কেজানে কেমন, যে দেখে যেমন ভাবে সে বলে