পাতা:সংগীতানন্দ লহরী.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| >s ) রানী সুরট সারা । তাল একতাল । মনরে কালী কালী বলে ॥ ধ্রু । দেহে পাপ পুণ্য, তারে করি শূন্যগুণময় দেহ চায়ি চলে । * । অন্তরে অন্তরে, নতে সে তোমারো, তারে নিরস্তর, নয়নে দেখ। এই তো সমাধি, করে। নিরবধি, অসবে উপাধি, মায়ার ফল ৷ ১ ৷৷ নাম ধ্যান মন্ত্র, কালী নয়সতন্ত্র, ভিন্ন ভাবে ভ্রান্ত, নিতান্ত যার। নিষেধ বিবি দুর, লে কালী পুর, নিকট হবে ভাই, সকালে ঢলে । ২ : হয়। চৈতন্য হবে দ্বৈত শূন্য, কালী নামের এই, তা ছেরে মা ; রামচন্দ্ৰ কয় ইথে কি সংশয়। মানব দেহ জনম, সফ হুইল ৷৷ ৩ ৷৷ মন যদি ভাবিলি লেী ॥ ধ্রু । ভেঙ্গে যাবে বাসা, নাহি হবে আসা, আমার মি এই, যাবির ভলি । * ॥ ধর শয্যাসন, দিগেরি বন, নাগের ভূষণ, ছাই মাখিবি । গায় বঘছালা,গলেহাড়াল’,ভালে শশী, জটায় গঙ্গকেলি ॥১ হবে সৰ্ব্বনাশ,শ্মশনতে বাস ঘরে ২ মেগে, খেয়ে বেড়াবি ৷ বিষম পেটের জাঃ খাবি ভাঙ্গ হালা, নাচিতে গাইতে, পাতৰি লি ৷৷ ২ রামচন্দ্র গায়, অন্য চিন্তা যায়, আপন চিন্তায়, দেখে কোলী ৷ নাহি কালাকাল, ভয় করে কাল, হাতে দেখে তা কপাল খুলি ৷৷ ৩।