পাতা:সংগীতানন্দ লহরী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ xt ] বৃদয়ে দেখরে কালী ॥ ধ্রু। গেছে ভব ভয়, নাহিক সংশয় মিছা কেন আর, করে ব্যাকুলী ৷ তোমার এই ঘটে। মহামায়ার পটো, আচ্ছাদন ছিল, তোমার বলি । শ্ৰীনাথ করুণ, করিয়া জননী,য়ুচাইয়াছেন দিয়া, পারের ধুলি ।. ১। ঘটের বাহির, নহে কালী স্থির, স্থির এই কথা, কয়েছেন শূলী। আগমের কথা-গোপন সৰ্ব্বধ স্বরূপ কুলেতে, আছে সে মেলী ৷ ২ ৷ রামচন্দ্র কুয়, চিদানন্দ ময়, সাত্বিক প্রেম, ইহারে বলি ৷ হলে স্থির তর, নাহি কোথাও ডর, সহজে সে গানে, যাবিরে চলি ৷ ৩ ৷৷ বিষম সর্ববনাশি মেয়ে ; ধ্ৰু । করিভারো আশ, শ্মশানে তে বাস, দিগম্বর বেড়ায় মেগে খেয়ে । * । দেখি তারো কায, বেদে পেলে লাজ, গুণগায় তার, কুষ্ঠিত হয়ে। দর শন ছয়, পেলে তারা ভয়,স্থল হৈল ভুল,গেলে ভুলিয়ে । ১৷৷ অঘটনার করে, ঘটনা সঙ্গতি, সঙ্গতির গতি, দেয় ভুলিয়। প্রকাশিয়া মার, কুহকের ছায়া, সদাই থাকে তায় পৃথক হয়ে ৷ ২ ৷ রামচন্দ্ৰ কয়, সেতে বিশ্বময়, সববস্থানে রত্ন, কিন্তু লুকাইয়ে। ভোগায় পুণ্য পাপ, নাহি করে মাপ, ‘বলায় দয়াময়ী, কঠিন হিয়ে ৷৷ ৩ ৷৷ রাগিণী সোহেনী । তাল একতাল । সামাল শ্যাম ডুবিল হরি। ধ্রু"। ভব তরঙ্গের দেখি রদ