পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \రిe ] ৰূপসী, কে দেখেছ মেয়ে এমন ॥ ধ্ৰুং । অৰ্দ্ধ অঙ্গ ঢাকা চিকুর জালে, মুখ পুর্ণ ইদু আধ ইন্দু ভালে, শ্রুতি যুগ স্কুলে, শব শিশু দোলে, নয়নে উদয় অরুণ ৷৷ ১ ৷৷ মন কি ভ্রান্তি তোমার। মনরে জেনেছ জানিছ, তথাপি ভাবিছ এমন কি সুখ আর ॥ ধ্ৰুং। ধন জন পদ শূন্য হইল, তথাপি বিষয় সুখ নাহি পাশরিলা, মুদিলে ছুই আঁখি, সকলি যে ফাকি, তোমার কে তুমি বা কার ॥ ১ । বেদের প্রমাণ তারে নামানিলা, শর্তসঙ্গে কত দেখিলা শুনিলা, যে বস্তু অনিত্য তারে মান নিত্য, জানিলা আমি আমার । ২। আইল বা কোথা যাইবিরে কোথা, রাম চন্দ্র তাহে না পাইলি ব্যথা, আজন্ম ভাবিলা কি লাভ করিলা, না ভাবিল৷ পদ তার ৷ ৩ ৷৷ উক্ত রাগেণ । ধিম তেতালা তালেন গীয়তাং । নাচে দিগম্বরী, শবাসনে, আসব পানে, তন্ত ম:ন জুড় .ইল হেরি নয়নে ॥ * ॥রুণু ঝনু সুমধুর, ঝঙ্কারিছে মধুকরবাজিছে মুধুর তার ও রাঙ্গা চরণে ॥ ধ্রু । সুখের নাহিক ওর, শিবাগণ ডাকেঘোর, গরবেতে ঢরঢর আনন্দ ভরে । ছলিছে কুগুল ভার, ঢাকা শিব শবোপর, কে বুৰিৰে ভাব