পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৩ ] তার, সাধক বিনে ৷৷ ১ ৷ অৰ্দ্ধ শশী শোতে ভালে, শব শিশু শ্রুতিমূলে, বরাভয় করা অসি, করা করালে। নরশির মুক্ত মালা, বক্ষরুহ করে আলী, বদন চাঁদের মালা, মেঘ বরণে ॥২। ষোড়শী বয়সী রাম, ত্রিলোকের মনোরমা, ভুবনেশী গুণধামা, দক্ষিণ নাম। ওপদ পঙ্কজ রজ, ত্ৰিলে৷ কের বৈতৰ, রামচন্দ্র অনুভব, এইসে মানে ৷৷ ৩ ৷৷ হেরি নবজলধর বরণী নয়নে, যে পদপঙ্কজ ভব তরঙ্গ তরণী ॥ ধ্ৰুং।। হূদয় পঙ্কজ মাজে, দিগম্বর হয়ে নাচে, সুমন মধুর হাসে, মৃদুভাষিণী ॥ *। কুটিল কুন্তল জাল, শোভিত মুকুতামাল, নব অবদাঘ যেন, চুম্বে ধরণী।*। কটিতটে নরকর, সৰ্ব্বাঙ্গে রুধির ধার, নবঘন মাজে যেন স্থির দামিনী ॥ ১। রবি শশী হুতাশন, সুশোভিত ত্রিনয়ন, বদন পঙ্কজে যেন, ফিরে অলিনী। * । গগণ ত্যজিয়া বিধু সুধাধিক পিয়ে মধু হয়ে দশ নখ বামার, নখর মণি ॥ ২॥ রামচন্দ্র এই ভাষে, সদামমো অভিলাসে, দিবানিশি সুপ্ৰ কাশে, জলদ বরণী ॥* হেরে ষে জন শুমাৰূপ, সেই জানে কিতার সুখ, মনে কি হয় অন্যালাপ, এই সে মানি ৷৷ ৩ ৷৷ উক্ত রাগেণ । আড়া তালেন গীয়তে ॥ স্বামী গুণ ধাম অনুপমা, হেরি শিবের নয়ন ভুলিলো।