পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७१ ] ধ্ৰুং।। অকলঙ্ক শশধর, ঢাকা যেন জলধর, সৌদামিনী অতি মানী, হয়ে লুকাইল৷৷ ১ ৷ সুধা আশে চকোরিণী, পিপাসায় চাতকিনী, নীল নলিনী ভ্ৰমে, ভ্রমরী ভূলায়। • ॥ মহা মেঘ ঘটা ভ্রমে, বক শ্রেণী উড়ে ব্যোমে, নাচে শিখী হয়ে সুখী ভূধর মানিল ৷ ২ ৷ চরণে নুপুর নি, মরালের রব মানি, মরালিনী মত্ত হয়ে, যুথে২ধায়।ঞ্জ অনুভাবি পঞ্চশর, ডাকে পিক সুমধুর, মনসিজ থেয়ে লাজ, বসন্তে মাতিল ॥৩। ভূবনে উপমা হীন, কে বর্ণিবে শুমাগুণ, বেদের হয়েছে ভ্রম, শিবেরে ভুলায় । * কহে রামচন্দ্র নরে, নবরস এক ত্বরে, সুস্থির নহে অন্তরে, অসাধ্য হইল৷ ৪ ৷৷ কি বামা মনোরম শুমা। ভুবনেশী ভূবন ভুলাইলে ॥ ধ্ৰুং।। অখিল রসের নিধি, সকল সুখের অবধি, বৈদগধি গুণনিধি, গুণেতে বান্ধিলে ॥১া জননী হইয়া পালে, কুমারী হইয়া ছলে, কামিনী হইয়া কামে, সকলি ভূগায়। * । কার সে সুসাধ্য বটে, কে এড়াবে তার নিকটে, গুণ হীনা সে সগুণ, সকলি সকলে ৷ ২ ৷ দীন রামচন্দ্র ভাষে, শ্যামাপদ রজ আশে হয়েছে শঙ্কর যোগী, অভিলাসে যার। * ৷ অনন্ত না পায় অন্ত, বেদ বিধি হৈল ভ্রান্ত, কিমপর সুরনর, পাবে কি ভাবিলে ৷ ২ ৷৷