পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৩৮ ] হামির রাগেণ ।। হরিতালেন গীয়তাং ॥ দেখরে ঐকৈলাস ধামাধীশ্বরী, শবাসনে মহাকালে কালী। ধ্ৰুং।। মহাপীঠে ত্রিপঞ্চারে, রত্ন বেদীর অন্তরে, ভয়ানক গভীরে, ডাকে শৃগালী ॥ * ৷ অঞ্জিযুগ রক্তোৎপল । নখরে বিধু মণ্ডল, সুখ। আশে ভক্ত মন, হয়েছে চকোর।*।। ঐচরণে মণিময় মুধুর বাজে। যেন সুমধুর রব, করছে মরালী। ১। বামে আসি মুণ্ড করা, দক্ষে অভয় বরা, বদনে অাসৰ ধারা, মুণ্ডমালী ৷৷ ৫ ৷ কাদম্বিনী সৌদামিনী,4লাজে সুধাংশুর খনি, অদ্ভুত সুচিত্রিত, চন্দ্ৰাৰ্দ্ধ কপালী ॥২ গলিত চিকুর ভারে, রাকা ঢাকা মেঘান্তরে, গরবেতে ঢরো ঢরো আনন্দ ভরে ॥ *। শিশু ভানু ত্রিনয়নে, শুব শিশু কাণে, মনঃ ভূলাইলে শিবের রামের, নয়ন পুখলী ৷৷ ৩ ৷৷ ছায়ানই রাগিণ্যাং। উক্ত তালেন গীয়তে। | ത-ജ്ജ শ্যাম মায়ের দরবার এবার প্রবেশ হওয়া ভার। ধ্ৰুং।। দরবানি শিব যার, কেবা শুনে কথা কার, দেওয়ান যেজন সেজন দিওয়ানার আকার। ১। মহা শ্মশানেতে ঘর, তথা যাইতে লাগে ভর, নেঙ্গটা মেয়ে নেঙ্গটা সঙ্গী, বিষম ব্যব হার।*।। মাথায় জটা ঘন দাড়ি, ভূত প্রেত ছড়াছড়ি, ছাই