পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88 ) দামা।১। সদ্য চ্ছিন্ন শির ধরা, তীক্ষু অসি অভয় বরা, মুক্ত। করা মুণ্ড হারা, আনন্দে দুলিছে।ঞ্চ। রক্ত জবা পদে লাজে, মণিময় নুপুর বাজে, নাম হৃদি সরো সীজে, বিরাজে দক্ষিণ নামা ৷৷ ২ ৷৷ g রাগিনী কানোড়া । তাল জলদ তেতাল।।

  • e

o অন্তরে অন্তর কালী নিরন্তর তারে দেখ, অন্তর্যাগে যাগী ভাবি পাবিরে পরম মুখ ॥ ধ্ৰুং।। বাক্য মনঃ অগোচর বলে তার শূন্যে থাক, সে কথা নাথের কথায় তুমিত মাথায় রাখ। * । মন্ত্রাথ ধ্যান গোচর মূৰ্ত্তিময়ী সে সাকার, তারে বলে নিরাকারা, একি বিড়ম্বন | জ্ঞান চক্ষু অন্ধ জার, বলে ব্ৰহ্ম নিরাকার, এইতো সিদ্ধান্ত তার, সেতো কালী, বহি মুখ ৷৷ ১ ৷ তত্ত্ব মসি মহাবাক্য, ব্রহ্ম জীবে বলে ঐক্য, তাহে হয় পূৰ্ব্ব পক্ষ, উপাধি মায়ার। * । সোহং বলে মায়া দাস, লা হতে উপাধি নাশ, লোকে করে উপহাস, লাজ নাই সে, দেখায়ু মুখ ৷৷ ২ ৷ যথ। ব্রীহি তুসে বাস, নাহি নাসে অষ্ট শাশ, কভু ব্ৰহ্ম কভু দাস, মুেচ্ছের আকার । *। মৃত্যুঞ্জয় যার দাস, সে কালী হইতে আস, একি কথা সৰ্ব্বনাস, কারে কব মনোদুঃখ ৷৷ ৩ ৷ সুসিদ্ধ সাধক সঙ্গ, পরমার্থ রস রঙ্গ, করি কর সুপ্রসঙ্গ, সন্ধেই নিরাস । * । অবিদ্যা সুবিদ্যা