পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৪৬ ] অকলঙ্ক রাক, বিচিত্র কি চন্দ্ররেখা, কপালে তাহার। * । উদয় মিহির রুণ, সুপ্রকাশ ত্রিনয়ণ, নাশায় মণি রতন, বেশরে চপলা ঝরে ৷ ২ ৷ করবাল মুণ্ডকর, সব্য দক্ষে অভয় বরা, কৰ্ণে শোভে শিশু মরা, শিরোহার উরে। * , করের মেখলা পরী, দন্তাগ্রে রসনা ধরি, অনুপমাকেসুন্দরী হাসিতে,অমিয়া ক্ষরে । ৩। মহা শ্মশানে বিহরে, মহাষন্ত্রে ত্রিপঞ্চারে, দিগম্বরী দিগম্বরে, অনন্দে বিহরে ॥*৷ শিবারব ঘন ঘোর, সুখের নাহিক ওর, রামচন্দ্ৰ তনুতোর, দক্ষিণায় দক্ষিণাদেরে । ৪ । রতিরস রঙ্গিনী হর হুদয়ে, বিহরে দয়াম্বুজে ॥ ধ্ৰুং।। জলদে তড়িত মাখা, তাহে মিসাইয়া রাকা, তেজোময়ী তেজে ঢাকা, আপন সুখে সে বিরাজে ॥ ৪। বাক্য মনের নাহি গতি, অব্যক্ত অচিন্ত শক্তি, যার যেমন বুদ্ধি গতি, ভাবে তেমনী ॥ ৫ ৷ মন্ত্র অর্থ ধ্যানাভাষে, চিদানন্দ ময় কোষে, জ্ঞান নেত্রে সুপ্রকাশে, ধন্য নরে তারে ভজে ৷৷ ১ ৷৷ ভাবনায় ভাবনা হরে, ব্রহ্মপদ তুচ্ছ করে, মনোনেত্ৰে নাহি ফেরে, ৰূপ হেরি তার ৷ দেখি শ্যামাপদ দ্বন্দ, উদয় পরমানন্দ, শূন্য হয় কামগন্ধ, কহে রামচন্দ্র দ্বিজে। ২। কুরু কুরুণ ময়ী কিঙ্করে করুণাবলোকন। ধ্ৰুং।। হয়ে