পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8१ ] আশুতোষ দারা, ধরেছ বাপের ধারা, একি বিপরীত তারা, লুকাইলা, করুণ ধন ৷৷ ৫ ৷ রামচন্দ্র অকিঞ্চন, সাধন স্মরণ হীন, কিৰূপে পাইবে ত্রাণ, নাছিক উপায় । *।। অক্ষম হই স্নাছি ভবে, গতি হীনের কি হইবে, বঞ্চনা করিলে শিবে, “দাড়াইতে নাহি স্থান ॥ ১ । বেহাগ রাগিণ্যাং ! হরিতালেন গীয়তে। ঘরে কালী তোর, হের মহাকালে বসিয়া ৷ ধ্ৰুং ।। তীর্থ। টন উচ্চাটন মনে ধৈর্য্য ধরিয়া, হর মৃগতৃষ্ণা শতসঙ্গে আগে করিয়া । * ৷ অহঙ্কার কন্যা মায়া, তনয় প্রবৃৰ্ত্তি জায়া, ঘরে আছে তোর সন্তান লইয়া ॥*৷ পুণ্য পাপ নাম তার, মায়ে ছায়ে দূর কর, যষ্টি কালী নাম করে,করি দেও তাড়িয়া ॥১ ধন্যাচিৎ শক্তি তনয়া, নিবৃত্তি নামেতে জায়া, জ্ঞান বিজ্ঞান তনয়, কোলে করিয়া । * । অনিয়া ভাবের ঘরে, রামচন্দ্র যত্ন ক্যরে, সোদর বিবেক তার, সঙ্গের সঙ্গী হইয়া ৷ ২ ৷৷ সকল অবসর হওরে তনু মনঃ সঁপিয়া । ধ্ৰুং । যাবেরে যখন প্রাণ তনু গড় ভাঙ্গিয়া। দিবেরে তখনি মন্ত্রণা তব ভূলিয়া। ছ। হবি যখন ঘটান্তর, সেকালে বিপদ ঘোর, স্বাভাবিক আপন, ভাব ভুবিয়া । * । প্রাক্তন ফর্মের ফল,