পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 89 | উদয় বে সকল, ভাবিবি কি কালী, কাল ভয়ে ভয় পাইয়া । ১। রামচন্দ্র জ্ঞান হীন, কেমনে সে দীনের দীন, মুক্ত হবে একারণ, দেহে থাকিয়া । * ৷ অতএব বলি মনঃ এশরীরে সে যাধন, কালী কালী বলিও, কালীর পদ ভাবিয়া ৷৷ ২ ৷৷ - t আনন্দময়ী নিরানন্দ দূর করে। গে। ॥ ধ্রু । চিদানন্দ ময় কর, সকল সংশয় হর, অন্তর বাহিরে অভেদ, ৰূপ হও গে। *। মূলাধার সহস্রার ভাবে এক ঘর কর, জ্ঞানেরে বিজ্ঞান ধামে লইয়া । * । ষটচক্র করি ভেদ, যুচাও ভক্তের ক্ষেদ, মিলাও হংস হংসী, দশ শত দলে র ও গো ৷৷ ১ ৷৷ তত্বমসি মহা বাক্য, তার ফলে হও ঐক্য, শক্যার্থে লক্ষণ দূরে করিয়া ॥#৷ সত্য আর বিজ্ঞান আনন্দ, যুচাও গে। তাহার দ্বন্দ, রামচন্দ্র নাম এই, উপাধী তার হর গো ৷ ২ ৷৷ ভৈরব রাগেন। একতাল। তালেন গায়তে । মনোমতের সমাজে আমি শুনেছি সিদ্ধান্ত কথা। ধ্রু॥ অভাবের স্বভাব, না হয় নিত্য ভাব, ভাবের ভাব, সেকি হয় অন্যথা । * ৷ হইলে সুবিদ্যা, জানে মহাবিদ্যা, নতুবা অবি দ্যায়,প্রমাদ ঘটে | # অস্তুি নাস্তুি জ্ঞানে, শূন্য তত্বজ্ঞানে,