পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ fు ] কাজোৰাহার রাগিণ্যাং। খয়রা তালেন গীয়তে। অভিসার । । চলে नई রাই কানু শকাশে। বিনাশে পুলিনে মহা রীগঞ্জরী, সঙ্গে সহচরী ৰূপে কোটি শশী প্রকাশে ॥ ধ্রুং ॥ স্থল পদ্ধ জয়ী পাদপদ্ম শুধা কর কর নখরে। মণি মঞ্জির তায়, যেন কুছরে হংস সারসে ॥১। পূর্ণ हेमू दमन भ७न ঘন ঘটাৰ্বত ছুকুলে। উরহারা বলি যেন চপল প্রকাশে আকাশে। ২। ঐঅঙ্গ রাগন্ধ মোদিত মধু আশে পাশে ভমরি, রামচন্দ্ৰ মনো পাদপদ্মাসব, পান রত সে।। ৩। ' রাগিণী ছায়ানটু। তাল ধিম তেতাল।

  • saaseesss

鸚 নবরঙ্গ কিশোর চলিলো ভেটীতে মুরারি | ধ্ৰুং।। প্রেম भद মুর চর, ভূলি গুরুজন ডর, খাম সোহাগিনী শ্বামের গরব করি। ১। সখি অঙ্গে অঙ্গ দিয়া, আবেশে অবশ হৈয়া, চলিতে না পারে সেতে রাজ কুমারী ৷ ২ ৷ কবি রাম, চন্দ্রের আশ, ওপদে হইতে দাস, অভিসার এই রসে, মিলিৰে হরি। ৩ ৷৷