পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ съ Ј কাল, রুবন মোহন। * । মুগ্ধ মধ্য গোপী গণে, বেণু নাদ উদ্দীপনে, মাইল পুলিন বনে, কান্ত সন্নি ধান । * ॥ শ্রুতি কন্যা মুণিকন্যা, ভুবনেতে মান্য ধন্য, আর এলো দেবকন্যা, একত্র মিলন । ১। যুথে যুথে যুখেশ্বরী, অঙ্গ ভূষ। হেরি হেরি, আপন আপন সহচরী, নন্দে পরপর " কৌতুকে কৌতুক বৃদ্ধি, পাইয়া পরম নিধি, হৈল নিজ কাৰ্য্য সিদ্ধি, করি দরশন ৷ ২ ৷ কবিরামচন্দ্র কয়, নাছিগুরু জন ভয়, লোক লজ্জা নাহি রয়, প্রেমের লক্ষণ । * । কৃষ্ণ কৃপা করে যারে, সে কি ত্রিভুবনে ডরে, ঘরে হৈতে বাহির করে, ক্যরে আকর্ষণ ৷৷ ৩ ৷৷ "manusso উৎকণ্টিতায় কৃষ্ণ প্রাপ্তি। বেণু করি আকর্ষণ, আনিলো যত কুল বধুগণ ॥ ধ্ৰুং। আর এক অসম্ভব, করিয়া বেণুর রব, নরনারী করে শব, মোহে ত্ৰিভুবন ॥ ধ্রু। বিচিত্র বেণুর গানে, আকৰ্ষিয় গোপি প্রাণে আনে নিজ সন্নিধানে, রাসমণ্ডলে । * । পতি পিতা ভাত। তারে, যতনে রাখিতে নারে, নির্ভর হয়ে অন্তরে, করে আগমন ॥ ১। গোকুলের অনেক নারি, পিতা ভ্রাতা পতি । তারি, রাখে দ্বার বদ্ধ করি, নির্গম না হয় । * ৷ ধ্যানে কৃষ্ণ চিস্তা করি, গুণময় দেহ হরি, পাপ পুণ্য পরিহরি, পায় দ্বর