পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ (సి ] শন ৷ ২ ৷ রামচন্দ্র এই কয়, ভক্তিতে ভাবেৰ দয়. তবে সে অন্তরে হয়, প্রেমের উদয় । *। দুরে যায় ভক্তি মুক্তি, তবে হয় কৃষ্ণ প্রাপ্তি, নছিলে কাহার শক্তি, দেখে শ্ৰীচরণ ৷ ৩ ৷৷ o b বেহাগ রাগেণ । উক্ত তালেন গীয়তাং ৷ w" - - রাশরসেরসাভাসে নন্দনন্দন,জিজ্ঞাসেন গোপীকাগণে ধ্রুং।। কহ২ সুমঙ্গল, ব্রজের মঙ্গল বল, আইল যমুনা কুল, পুলিনে কার অন্বেষনে । * । ঘোর রূপ। এ রজনী, ঘোর সত্ব নিষেবিনী, তোমরা কুল রমণ, পুনঃব্রজে যাও । * ॥ পিতা মাত ভ্রাতা পতি, ব্যাকুল হইয়া অতি, নানা স্থানে করে গতি, পরিশ্রান্ত আদর্শনে ॥ ১ ! শুনহে বেদের মৰ্ম্ম, পতিব্ৰতার এই ধৰ্ম্ম, পতি সেবা বিনা কৰ্ম্ম, নাহি আর তার ॥ * । পতি বন্ধুবৰ্গ যত, হবে তারি অনুগত, এইতো সতীর রীত, বৈদিকে লোকিকে মানে ৷৷ ২ ৷ নারী উপপতি করে, সদা ভয় তার অন্তরে, গুণে দোষ মানি করে, কলঙ্ক তাহার | # ৷ সৰ্ব্বত্র অযশ গায়, মৈলে স্বর্গ নাছি পায়, জীবনে মরণ প্রায়, অখ্যাতি রছে ভুবনে ॥ ৩। শুনিয়া • কৃষ্ণের কথা, গোপীকার অন্তরে ব্যথা, লাজে করি হেট মাথা, কান্দে অনিবার | # । পদনখে ক্ষিতি লিখি, রামচন্দ্র হুৈল দুঃখি, কর না উত্তর সর্থী, এখন কি ভয় মনে ৷৷ ৪ ৷৷