পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৩ ] নিৰ্ম্মিত স্তম্ভ বিদ্রুম, জবা কুশুমাবলি বিভ্রম, চন্দ্ৰাতপ চন্দ্র মণ্ডল, মুক্ত সারি সারি। #। মরকত মণি চিন্ত্রিতাঙ্গ, বঙ্কিম ক্র ত্রিভাঙ্গ ভঙ্গ, বঙ্কিম লোচন পঙ্কজ, বঙ্কিম চুড়া ধারী । * "বঙ্কিম করে বংশী বদনে, বাজিছে রতন নুপুর চরণে, উরসি, স্থার পীতাম্বর, গোপীক মনে মারি ৷ ১ ৷৷ পুটিত হেমকান্তি গৌরী, ত্রিভুবনে এক ঐ সে সুন্দরী । নীলাম্বর মরি কি মাধুরি, উপমা নাহি তাহারি । * । চরণ কমলে কমল লাজে, পদতলে জবা কুসুম রাজে। বাজে নুপুর মধুর মধুর, শ্রবণে মোহ মুরারি ৷ ২ ৷ নাচে চারি দিগে মুগ্ধা রমণী, করে কঙ্কন কটি কিঙ্কিণী, বাজিছে চরণে নুপুর দ্বনি, শ্রবণে মধুর মাধুরী ৷ করতালি করে বাজে, সুতুঙ্গ দৃমিকি দৃষ্টি কি বাজে, মৃদঙ্গ কৰূণ কর জয় ঐরাধে, ঘনঘন বাজে মুররি ৷ ৩ ৷ রাস মণ্ডলে সুপ্রকাশ, রমণী গণের পুরিল আশ, গোপীদ্বয় মধ্যে বাস, রাস্লোসে চাতুরী । * । কহে কবি দ্বিজ রামচন্দ্র, নরলীলায় একি রাস রঙ্গ, ব্রহ্মরাত্রি শীমণইথে, লীল। এই ঐশ্বরী ৷৷ ৪ ৷৷ উক্ত রাগিণ্যাং । আড়া তালেন গায়তে । ബങ്ങജ* ছাড়িরাস মণ্ডবী অন্তধ্যান করেন হরি করি চাতুরী। ধ্ৰুং।। বাড়িল মদন রঙ্গ, রাস রস দিয়া ভঙ্গ, করি ত্রীরাধিক