পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ et J গত, লয়ে গোপী রাসরসে । * । পীতাম্বর বনমালী, প্রেবেশি রাস মণ্ডলী, রাস রসে কুতুহলী, গোপীব বসে *৷ সাধন ভতুকা রসে, রামচন্দ্র ভাবোল্লাসে, দেখে হদি পক্ষ কোষে, পাদপদ্ধ৯রজে। অণশে ৷৷ ১ ৷৷ সম্ভোগ রস । আজুমুখ সৰ্ব্বী । মে শশী একষ্ট ৰূপ কিশোর কিশোরী ॥ ধ্রু । বিচিত্র মদন রঙ্গ, নাহিরতি সুখভঙ্গ, অলম্বে অবস অঙ্গ, ৰূপ মাধুরী । * স্বর্ণময় বৃন্দাবনে, রত্ন বেদি সিংহাসনে, কুসম শয্যা শয়নে, মদন জাগায় ॥*৷ নিত্য লীলা অনুসারে, শুকসারি গাণ করে, ময়ুর পিক কুহরে, সুস্বর করি। ১। যমুনা নীল নীরদ, কুমুদ প্রকাশে দ্রদে, ভ্রমর ভ্রমরী নাদে, শ্রবণ জড়ায়। * । প্রফুল্ল কুশুম বন, সেীগন্ধ বহে পবন, প্রকাশে শশী কীবণ, প্রসন্ন করি। ২। নিত্য বৃন্দাবন নাম, কৃষ্ণের বিশ্রাম ধাম, নাহি তাহে অন্য কাম, গোপ গোপীকার । * । রামচন্দ্র এই কয়, পুরুষাৰ্থ তুচ্ছ হয়, কৃষ্ণলীলা রসাশ্রয়, মুক্তি কিঙ্করী। ৩৷৷ • হরি মনোরঞ্জনি অলসে বিলাসে শ্যাম উরসি ! ধ্ৰুং ।। শ্যাম মরকত প্রভা, প্যারি কাঞ্চন লোভ, হইল বিচিত্র