পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՆաՅ अम9दाध्न ध्रैरGटत Gअमदारहनज़दा दक3] সকল থানাদারকে জ্ঞাত করা যাইতেছে যে তাহারদিগের স্বাধীন স্থানমধ্যে পূৰ্ব্বোত্ত মন্দ রীতি অর্থাৎ অশাস্ত্র সহমরণ উপস্থিত হবামাত্র তাহারা দমন করিবে । এবং যে কেহ সঙ্গমন করিবেক সম্বাদ প্রাপ্তমাত্রে স্বয়ং কিম্বা আপন মুহুরির অথবা জমীদার এক জন হিন্দু বরঞ্চন্দাজ লইয় সেখানে গিয়া বৃত্তাস্তাবগত হইবেক । যে সে স্ত্রীর সহমরণের ইচ্ছা বটে কিনা এবং পূৰ্ব্বোক্ত বিষয়ের সন্ধানীদি করিবেক এবং যদ্যপি সে স্ত্রী বয়ঃপ্রাপ্ত না হইয়া থাকে কিম্ব গর্ভের লক্ষণ হইয়া থাকে অথবা মাদক দ্রব্যাহারে অজ্ঞানী হইয়া থাকে তবে থানাদারাদি লোকেবা দৌরাত্ম্য বিষয়হইতে নিবৰ্ত্ত করিবেক এবং সকলকে জানাইবে ষে রাজাজ্ঞালঙ্ঘন করিয়! অযুক্ত অশাস্ত্র কৰ্ম্ম পুন:২ প্রচার হইলে দণ্ডাক্ত হইবেক । যদি বয়ঃপ্রাপ্ত স্ত্রী সংগমনোদ্যত হয় ও উপরের লিখিত প্রতিবন্ধক না থাকে তবে তাহার যাবৎ সহগমন বিধিবোধিতরুপে নিৰ্ব্বাহ না হয় তাবৎ থানাদারের লোক সেই স্থানে থাকিবেক । যদ্যপি কেহ বলাৎকারে ও মাদক দ্ৰব্যদ্বারা স্ত্রীলোককে দগ্ধ করণের চেষ্টা করে তবে তাহ বারণ করিবেক । এবং সকলকে জ্ঞাত করাইবে যে শ্ৰীযুত রাজ শাসনকৰ্ত্তার কখন এমত মনস্থ নহে যে এতদেশীয় প্রজারদিগের শাস্ত্রসন্মত কৰ্ম্ম করণে প্রতিবন্ধক হয় । এই সহগমনের পূৰ্ব্বে রাজাক্ত লওনের আবশ্যক নাই পুলিসের দরোগারদিগের উপরে এই আজ্ঞা দেওয়া যাইতেছে যে তাহার বিধিপূৰ্ব্বক সহগমনের বারণ না করে ও কোন ব্যাঘাত ন জন্মায়। এবং মেজষ্টর সাহেবেরদিগের গোচরার্থে সম্বাদপত্র পাঠাইবে ও শাস্ত্র সম্মত এই কৰ্ম্ম নিম্পন্ন হইলে আপন২ প্রতিমালিক রিপোটে তাহার বিবরণ দেয় । ( ১০ এপ্রিল ১৮২২ । ন বৈশাখ ১২২৯ ) স্বপ্রীমকোট —জিলা কোমিল্লার জঞ্জ শ্ৰীযুত জন ষ্টে জ সাহেবের উপরে এক খুনী মোকদম হুইয়াছিল। ৮ এপ্রিল সোমবারে সুপ্রীমকোটে তাহার আদালত হইল। তাঁহাতে ফৈরাদীর সাক্ষির এইরূপ কহিল যে ত্রিপুরার এক জমীদার প্রতাপনারায়ণ দাসকে মোকাম কোমিল্লাতে থাকিবার কারণ জজ সাহেব আজ্ঞা দিয়াছিলেন এবং সাহেব কৰ্ম্ম ক্রমে গত জুলাই মাসে স্থানান্তরে গিয়াছিলেন এই অবকাশে ঐ জমাদার আপন পুত্রের অসুস্থত সঙ্গাদ শ্রবণ করিয়া বাট গিয়াছিল। এবং সে পুত্ৰ মরিল তথাপি জজ সাহেবের কোমিল্লাতে পছfচবার দুই দিন অগ্রে ঐ জমীদার কোমিল্লাতে পছছিল। পরে সাহেব শুনিলেন যে ঐ জমীদার আজ্ঞালঙ্ঘন করিম্ব বাট গিয়াছিল ইহাতে জমাদারকে ধরিয়া আপন নিকটে আনিতে আজ্ঞা করিলেন তাহাতে যে পেশাদারা আনিতে গিমাছিল তাহারা জমাদারকে হঁাটাইয়া আনিতে স্থির করিল কিন্তু জমীদার ঐ পেয়াদারদিগকে কিঞ্চিৎ ঘুম দিয়া সোরিতে উঠিয়া কঙক দূর আসিয়া নিকটহইতে হাটিয়া সাহেবের নিকটে আইল । সাহেব কোন তজবীজ না করিয়া আগতমাত্র হারামজাদা গালি দিয়া ২০ বেত মারিতে আজ্ঞা করিলেন তাহাতে জর্মীদার কহিল যে আমি এমত দুষ্কৰ্ম্ম করি নাই যে আমার অসভ্রম করেন যদি করেন তবে আমি বাচিব না বরং