পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মোকামের কথা סמצ ( ১৩ জুলাই ১৮২২ । ৩৭ আষাঢ় ১২২৯ ) মরণ ॥—৮ জুলাই সোমবার এগার ঘন্টারাত্রি সময় তামস ফেনশ মিডিলটন কলিকাতার BBS BBB BB BBBBBB DDBBS BDD BBB BBD BBBB BB BBS র্তাহার মৃত শরীর বৃহস্পতিবার বৈকালে ছয় ঘণ্টার সময় তাহার নিবাসস্থান চৌরঙ্গীহইতে আনিয়া টাকশালের সম্মুখস্থ প্রধান গ্রিজাবাটতে প্রধান স্থানে তাহার কবর হইয়াছে। এবং শ্ৰীশ্ৰীযুত বড় সাহেব আজ্ঞা দিয়াছিলেন যে তাহার সম্বমার্থে কবরের সময় শ্ৰীশ্ৰীযুত কোম্পানী বাহাদুরের চাকর সম্পৰ্কীয় ভাবৎ ইংল্পতীয় লোক সেখানে হাজির হইবেন। ( ২০ জুলাই ১৮২২ । ৬ শ্রাবণ ১২২৯ ) মরণ —গত সোমবার ১৫ জুলাই মোং বালিতে বাৰু কাশীনাথ মুখোপাধ্যায় পরলোকগামী হইয়াছেন তিনি শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের পারসী দপ্তরের প্রধান মুন্সী ছিলেন তিনি এই দপ্তরে সন ১৭৯৪ শালে মকরর হন তদবধি শেষ দিনপর্য্যস্ত ঐ দপ্তরে অতিসামরূপে ও অতিযথার্থরূপে কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতেন তাহার এই গুণে কেবল তাহার মুনীবের সন্তুষ্ট ছিলেন তাহা নয় কিন্তু ঐ দপ্তরের তাবৎ লোকের সহিত সৌহৃদ্যপূৰ্ব্বক এতকাল ক্ষেপ করিয়াছিলেন। ঐ দপ্তরের সকল লোক তাহার কারণ অত্যন্ত খেদ করিতেছে বিশেষতঃ তিনি ১৩ জুলাই শনিবার দপ্তরখানা হইতে মোং বালিতে আইলেন পরে সোমবারে তাহার পরলোক হইল। (७ वां★टे »v२२ । २० थींद१ s२२३) মরণ ॥—১৮২২ সালের ৫ জুলাই তারিখে মোকান ঢাকার বড় নবাব নসরৎজঙ্গ বাহাদুরের উদরাময় সঞ্চার হইয়াছিল এবং ২২ জুলাই প্রাতঃকালে সাত ঘণ্টার সময়ে তিনি ঐ রোগে লোকান্তরগত হইয়াছেন। ঐ তারিখে বৈকাল বেলা তাহার কবর হইয়াছে র্তাহার কবর দেওনের কালে নানাতিরেক লক্ষ লোক সঙ্গে গিয়াছিল এবং কোম্পানি সম্পৰ্কীয় ইংল্পগুীয় সাহেব লোকেরা আপনারদের সৈন্য লইয়া গিয়াছিলেন ও আর২ সাহেব লোকেরাও ঐ সঙ্গে গিয়াছিলেন এবং ঐ নবাব সাহেবের সম্বমার্থে কোম্পানির সিফাহীর তাহার কবরের নিকটে তিনবার ফএর করিল।••• ( ১৯ অক্টোবর ১৮২২ । ৪ কাৰ্ত্তিক ১২২৯ ) মরণ ॥—দিনামার কোম্পানির সৈন্যাধ্যক্ষ মেজর বিকেউ সাহেব শহর শ্রীরামপুরে ১২ জাকটেবির শনিবার রাত্রিতে লোকান্তরগত হইয়াছেন। পর দিন ১৩ আকৃটোবর রবিবার বৈকালে পাঁচ ঘণ্টার সময়ে শ্রীরামপুরে তাহার কবর হইয়াছে ---এই মেজর সাহেবের পরলোক হওয়াতে অনেক লোক শোকান্বিত হইয়াছে যেহেতুক ইনি অভিবড় বিদ্বান ও অত্যন্ত দয়ালু ও অতিশয় পরোপকারী ছিলেন।