পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম צ6סאפ ধ্বনিতে উদ্বেলমিবসাগরং। পরে সমাগত বরযাত্র কঙ্কাযাত্র মহাশষেরদিগকে বাক্যামৃত"ণ ও নানাবিধ জলপানীয় ভোজনে পরমাপ্যাতি করিলেন। পর দিবস ধৈকালে পূৰ্ব্বমত সমারোহপূর্বক কাশীপুরের বাটতে প্রত্যাগমন করিয়াছেন ঘটক কুলীন ব্রাহ্মণ পণ্ডিতের বিদাম্বের বিষয় বিশেষ জান৷ १ीघ्र नाझे অনুমান হয় যে তাহাও উত্তমরূপ হইয়া মুখ্যাতি হইবেক । ( २२ ।ेथिल sty२४ ।। ०9 १वश्fiं S२०० ) বিবাহ।—মোং বড়বাজার নিবাসি শ্ৰীযুত বাবু জগন্মোহন মল্লিক মহাশয়ের পুত্রের বিবাহ গত বুধবার তারিখে হুইয়াছে তাহার বিশেষ বৃত্তান্ত বাহুল্য প্রযুক্ত প্রকাশ করিতে অক্ষম হইলাম নাচ গান দানপ্রভৃতি বাহুল্যরূপে হইয়াছিল । ( २१ cभ s४२७ ॥ sé &क्वार्छ ०२७०) বিবাহ ॥—১১ জ্যৈষ্ঠ মঙ্গলবার শহর খ্রীরামপুর নিবার্সি খ্রযুত বাৰু রাধবরাম গোস্বামির দ্বিতীয় পুত্ৰ শ্ৰীযুত বাবু রাজমোহন গোস্বামির বিবাহ হইয়াছে। বাবু পরাম গোস্বামি মহাশয় তদুপলক্ষে সামাজিক ব্রাহ্মণেরদিগকে বস্থাভরণদ্বারা সমাদৃত করিয়াছেন এব নাল দি দেশাদাগত স্বশ্রেণী ঘটক কুলীনেরদিগকেও যথোপযুক্ত বিদাম্ব দিয়াছেন তাহাতে কোনপ্রকবে ফুটি হয় নাই। বিবাহের রাত্রিতে বরের সমঙিব্যাহারে কৃত্রিম পৰ্ব্বত ও ময়ুরপংগী এবং ৱদগীভূত আশ। শোটা প্রভৃতি নানাপ্রকার সজ্জা গিয়াছিল ও অনেক লোকের সমারোহও হইয়tt&ল । পথের উভয় পাশ্বে শ্রেণীক্ৰমে উত্তম রোশনাই ও মধ্যে২ অগ্নিক্রীড় অর্থাৎ নানাবিধ বাজি হইয়াছিল। কলিকাতা শহরে বাজী পোড়াইতে হুকুম নাই যদি তাহ থাকিত তবে ঐ নগরস্থ পূনি লোকের বিবাহোপলক্ষে ঈর্ষা করিয়া বাজী পোড়াইতে ক্রটি করিতেন ন অর্থাৎ আড়াআড়িতে কলিকাতা নগরের অধিক ভাগ পুড়িত। অামারদের শ্রীরামপুর উত্তম স্থান এখানে কোন লেঠা নাই এবং এই বিবাহেতে যেমন স্থান তদুপযুক্ত বাজী হইয়াছে। তংপর দিবস প্রাতঃকালে দশ ঘণ্টার সমম্ব বর অতি সমারোহপূর্বক নিজ বাটতে প্রত্যাগমণ করিয়াছেন তাহার বিশেধ লিখনের প্রয়োজনাভাব যেহেতুক বিবাহের রাত্রির সমারোহের অনুসারে সকলেই অনুমান করিতে পরিবেন। ( ২৭ মে ১৮২৬ । ১৫ জ্যৈষ্ঠ ১২৩৩ ) মৈথিলির বিবাহ –মিথিলাদেশে আষাঢ় মাসে বৎসর আরম্ভ হয় ঐ মাসে চন্দ্ৰস্থৰ্য্যাদি নক্ষত্রে বিবাহের লক্ষণ হইলে তাহকে শুদ্ধ বলে তদেশে শুরাট নামে এক গ্রাম আছে যাহার২ বিবাহ দেওন বা করণ প্রয়োজন হয় তাহার। ঐ শুদ্ধাতে ঐ গ্রামে যায় এমতে ঐ স্থানে বৎসর২ এক বড় মেলা হইয়া থাকে ইহাতে প্রায় দেশের তাবৎ ব্রাহ্মণের আগমন কেহব পুত্রের বিবাহার্থী কেহবা কন্যার বিবাহার্থী কেহব| তামাস দেখিতে আইসেন ইহাতে কাপৰ্য্যন্ত পঞ্চাশ হাজার লোক একত্র-হইম প্রায় এক মাস তথায় বাস করে।