পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ১৩৭ নানা দিগেদশীয় ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্ৰণ করিয়া যথোপযুক্ত সম্মানপূর্বক বিদায় করিয়াছেন তাহাতে কিছু ক্রটি হয় নাই আরো শুনা গেল যে ইহাতে চল্লিশ হাজার টাকা ব্যয় হইয়াছে । ( ১ জুলাই ১৮২৬ । ১৮ আষাঢ় ১২৩৩ ) ••শবদtহবিষয়ে চন্দ্রিকা ও আর২ বাঙ্গল কাগজে এত পত্র প্রকাশ হুইয়াছে যে তদ্বিষয়ে ক্লেশের বর্ণনা বা তন্নিবারণার্থে কোন উপায় দেখান প্রায় বাকী নাই কিন্তু সকলের মৃত্যু এককালে হয় না প্রতিদিন কেহ না কেহ মরে যে মরে তাহারি পরিবার বা যে ঐ শব লঙ্গয় দাহ করিতে যায় তাহারা তত্তৎকালে ক্লেশের বিবেচনা করে কিন্তু পরে বিশ্বত হইয়া থাকে এই প্রকারে এ শহরবাসি হিন্দুলোক সকলেই এক ২ বার দামগ্ৰস্ত হইয়া থাকেন ও হইতেছেন বা হইবেন বিশেষত্তে। যাহার বর্ষাকালে মরেন র্তাহারদিগের পরিবারের বিশেষরূপে ক্লেশ বোধ করিখে পারেন এ শহরে হিন্দু লোক দুই লক্ষ হইতে পারে প্রতি মাসে আন্দাজ তিন শত লোক মরিয়া থt:ক কাশি মিত্রের ঘাটে গড়ে ১০ দশ জনের দাহ হয় কোন২ সময়ে প্রতিদিন ২০ কুড়ি ২৫ পচিশ জন মরে আর ওলাউঠা হইলে ইহার দ্বিগুণ ত্রিগুণ চতুগুণ মরিস্থ থাকে শবদাই স্থানের পরিমাণ আন্দাজ লম্ব ৪• হাত চৌড় ১৬ হাত জোয়ার হইলে ইহারো অল্পত হয় গঙ্গার জল বুদ্ধি হইতেছে কিছু দিনের মধ্যে ইহাও জলমগ্ন হইবে ভাটা না পড়িলে দাহকৰ্ম্ম হইবেক না জোম্বার কালে মুক্ত শরীর আলিয়া জম হুইবেক ভাটার অপেক্ষায় সে স্থলে অনাবৃত স্থানে কেহ ৬ কেহ বা ১২.৮ ঘড়া বলিয়া থাকিবে ভাট পড়িলে উন্নত বড় ধনি মরার ঐ অল্প স্থানে রাজা হইবেন অর্থাং র্তাহার। অগ্রেট স্থান পাইবেন অভাগায় অভাগার অপেক্ষা করিবেক । যে বাটীর কেহু মরে তাছার পূৰ্ব্বে তৎপরিবারেরা তাহার সেবার্থে রাত্রি জাগরণ ও মনোদুঃখেতে মহাক্লিষ্ট হইয়া থাকে মরিলে র্যাহার। কখন পদব্রজে চলেন না তাহারা ঐ শবন্ধদ্ধে BBB BB B BB BB BBB BBB BBBB BB BBBS BBB BB BB BBB BBB লোক ঐ ক্লেশ পায় না কারণ তাহার ক্লেশ লয় না পিতা কিম্বা মাত: মরিলে দাহ করিতে হয় কোন প্রকারে দাহ করায় তাহার নিমিত্তে তাহারদিগের লোক আছে তাহারদিগের প্রতি এ উক্তি নহে কিন্তু সৰ্ব্বদেশে সকল জাতি আপন২ মধ্যে কেহ মরিলে তাহার শব শেয করুণাগে সঙ্গে যাম এমত প্রথা আছে ৷ ভাগ্যবান লোকের অনেক বিষয়ে ক্লেশ হয় না ধনসত্বে ন'ন উপায় আছে কিন্তু ধনী কত আর ধনহীন বা কত ইহার বিবেচনা কর। কৰ্ত্তবা যাহু: হউক এ বিষয় সকলেরি নিশ্চিত আছে এনিমিত্ত অন্যান্য দেশে রাজকতুৰ নিশ্চিত বা তদত্ত স্থান নিরূপিত হইয়া থাকে কারণ এবিষয় সাধারণ রাজা মৰ্ত্ত্যলোৰে ভগবানের প্রতিমূৰ্ত্তিস্বরূপ ইষ্টয় প্রজাদিগের প্রতিপালন করেন তেঁহ জীবদ্দশায় রক্ষা করেন অস্তকালে ব্যবহারানুসারে প্রজারদিগের শব বিষয়ে নিয়ম প্রতিপালন করান যেখানে রাজহইতে এবিষয় নিৰ্ব্বাহ না হয় তবে তত্ত্বদেশের ধনি লোক অস্ত্যেষ্টি ক্রিয়ার নির্বাহ করে এই শহরে রাজদণ্ড ᎽᎭ