পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে মেকালের কথা سیاری কুষ্টিয়ানেরদিগের নিমিত্ত বরিয়েল প্লেয আছে মুসলমানেরদিগের কেশেবাগান ও মানিকগুলা নিশ্চিত আছে আরমানিরদিগের আরমানি গোরস্থান তত্তজাতির বায়ে ক্রীত ভূমি আছে এসকল স্থানের পরিমাণ বড় কিন্তু লোকসংখ্যা অত্যয় হিন্দুরদিগের শব যদ্যপি ভস্ম করিমু থাকে আর এতো অধিক স্থানে প্রয়োজন নাই কিন্তু ক্ষুদ্র মুত্তিকাতে অর্পণ করিতে ও দুই লক্ষ লোকের মরা দাহ করিতে দুই বিঘা স্থানের প্রয়োজন বটে। আমরা জানি না যে এবিষয়ে রাজসরকারে নিয়মিতরূপে দরখাস্ত অদ্যাপি হইয়াছে কি না যদি না হইয়া থাকে তবে প্রার্থনা পত্র দিলে ইহার উপায় হইতে পারে নতুবা জন্য প্রকার চেষ্টা উচিত এ শহরে প্রায় যাট হাজার বাট আছে ইহার দুইভাগ হিন্দু হইবেক ইগব। বৎসরে যে টেক্স দেন তাহার চতুরাংশের একাংশ এক বৎসরের নিমিত্ত মাজিস্ত্রেট বা লাটরি কমিটি সাহেবেরদিগকে দেন কিম্ব সকল যোত্রাপন্ন হিন্দুরা টাঙ্গা করিয়া অর্থ সঙ্গতি করেন ৰিঙ্গ৷ যত লোক মরে বা যত শব কলিকাতার ঘাটে জালায় তাহার উপর নিশ্চিত কর স্থাপন করিয়া তদুৎপন্ন অর্থ সংগ্ৰহ করিয়া গঙ্গাতীরে রাস্তার ধারে জলের ভিতর ভিত্তি উঠাইয়া তিন দিগে দেওয়াল দেওয়াইয়া দুইটি চত্বর নিৰ্ম্মিত করা যায় তাহাতে পশ্চিম দিগ খোলা থাকে পোত মুত্তিকাতে ভরাট হয় তাহাতে ঐ শবদাই কায্য হয়। যদি পাঠকবর্গের মধ্যে কেহ এ বিষয়ে পৌষ্টিকতা করেন তবে ইহার নক্সা ও বাম্বের সপ্যা ইত্যাদি আমারদিগের নিকট প্রস্থত আছে প্রকাশ করিব। কোঞ্চিদদ্যোগিনা । স চং ( ২৪ অক্টোবর ১৮১৮ । ৯ কাৰ্ত্তিক ১২২৫ : গোপীমোহন বাবুর শ্রাদ্ধ - সন ১২১৫ শালে ১১ আশ্বিন শনিবার এই শ্রাদ্ধে তাঙ্গাব পুত্রেরা অনেক দান করিয়াছেন ছয় স্বর্ণ ষোড়শ ও ছেয়ানব্বই রূপার সোড়শ ও এক আটচালা পরিপূর্ণ পিত্তলের বাসন উৎসর্গ করিয়াছেন আর এক পাকা বাড়ি মামুসরঞ্জাম ও এক গৃহস্থের সম্বৎসরের উপযুক্ত খাদ্য দ্রব্য শুদ্ধ দান করিয়াছেন। এবং মহাদানে এক হাতি ও ঘোড়া ও পালকা ও নৌকা প্রভৃতি অনেক দিয়াছেন। ব্রহ্মণ পণ্ডিতেরা অনেকে নিমন্ত্রণপত্র ও সিপ গ্রহণ করিয়াছিলেন । তাহার প্রধান বিদায় এক শত টাকা ও এক রূপার ধড়া দিয়াছেন এবং কাঙ্গালি ও অনাহুত লোক সকলে অনুমান দুষ্ট লক্ষ হইবেক এক শত ছয়টা বাড়ি পূর্ণ হইয়াছিল তাহারদের প্রত্যেক জনকে আপনার থাকিয় আট আন করিয়| দিমাছেন তাহাতে কেহ বঞ্চিৎ হয় নাই এত সমারোহেতে যে কেহ বঞ্চিৎ না হইয়। সকলেই পাইয়াছে ইহাতে করিয়া যথেষ্ট সুখ্যাতি হইয়াছে । এই প্রাদ্ধে অনুমান সৰ্ব্বশুদ্ধ। তিন লক্ষ টাকা ব্যয় হইয়াছে । ( ১৫ জুলাই ১৮২০ । ১ শ্রাবণ ১২২৭ ) শ্রাদ্ধ —কলিকাতার শ্ৰীযুত মহারাজ গোপীমোহন দেবের মাতৃ শ্ৰাদ্ধ ২৮ আষাঢ় সোমবার হুষ্টয়াছে তাহাতে যেমত বিধিবোধিতরূপ অকুন্ত্রিম সমস্ত সামগ্ৰী , সমবধান সমারোহ