পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ গকে মেকালের কথা تمون مسbوج মাঠের নিকট এসপ্রেডরে নামে এক উত্তম চৌতালা বাট লওম্ব গিয়াছে ঐ বাটঙে দুইটা খানা খাইবার এবং দুইটা পঠনের ঘর অাছে ঐ সকল ঘর অত্যুত্তম প্রব্যেতে সুশোভিত ও পঠনের ঘরে নানাপ্রকার নুতন ও বিলাতের প্রকাশিত পুস্তক এবং এতদ্দেশীয় তাবৎ সম্বাদযুক্ত কাগজ প্রস্তুত আছে। এই সভাবাটীতে যদ্যপি কেহ বাস করণেচ্ছুক হন তবে তাহীকে মাসিক এক মোহর কিঙ্গ প্রত্যেক সপ্তাহে চারি টাকা দিতে হইবেক । আর হাজিরি খাইলে প্রত্যেক লোককে এক তস্ক ও টিফিন অর্থাৎ জলপান করিলে ১ টাকা এবং মধ্যাহ্ন ভোজন করিলে ৩ টাকা দিতে হয় । ( ২৪ জুলাই ১৮১৯ । ১• শ্রাবণ ১২২৬ ) ভূমিকম্প —যে ভূমিকম্পের বিষয় আমরা পূৰ্ব্বে লিখিয়াছিলাম এখন গুন ধাইতেছে যে সে ভূমিকম্প তাবৎ ভারতবর্ষে হইয়াছে কিন্তু কোনই প্রদেশে অধিক কোন প্রদেশে অল্প। মোং বোম্বইতে ঐ ভূমিকম্পে লোকেরদের এমত জ্ঞান হইয়াছিল যে মহাপ্ৰলয় কাল উপস্থিত । আহমদাবাদ মোকামে ঐ ১৬ জুন তারিথে সায়ংকালে ভূমিকম্প হইয়াছিল ভাহাতে সে শহরের অনেক ক্ষতি হইয়াছে সেখানে মুসলমানেরা এমত স্বদ্ৰষ্ঠ মসজিদ করিয়াছিল যে তাহ দেখিয়া সকলে আশ্চৰ্য্য জ্ঞান করিত সে সকল মসজিদ ঐ ভূমিকম্পে ভূমি পতিত হইয়াছে সে শহরের দরবাজ পড়িয়া গিয়াছে ও সেখানকার আদালতের ঘর এমত ফাটিয়। গিয়াছে যে সেখানে আর বলা যায় না। তারপর দিন প্রাতঃকালে সেখানে দুইবার ভূমিকম্প হইয়াছিল। ঐ তারিখে মোং সুরাটে ভূমিকম্প হইয়াছিল তাহাতে মুরাট ও তাহার নীচ ব’ষ্টনী তাপ্তি নামে নদী ও তাহার পারের গ্রাম সকল দোলায়মানের মত দেখা গেল। সেখানে এক সাহেব আপন ধরে খাটে শয়ন করিয়াছিল ঐ ভূমিকম্পে তাহার শয়নের খাট দুলিতে লাগিল ও মেজ দেওয়ালে আঘাত করিতে লাগিল তাহাতে সে সাহেব ভীত হইয়। ঘরের বাহিরে গিয়া দেখিল যে শহরের সকল লোক ঐ সাহেবের ঘরের দোলন দেপিতেছে । অনেক ধরে মাসের তৈল ও প্রদীপের তৈল উছলিয়৷ ভূমিতে পড়িল এবং কৃপের জল যে আড়াই হাত মুক্তিকার নীচে ছিল তাহাও ভূমিতে উঠিল ও দুই তিন পুষ্করিণীর জল মৃত্তিকাতে বহিতে লাগিল । বোম্বইয়ের নিকটবর্তি ব্ৰয়াক শহরে প্রায় পূৰ্ব্বে কখনও ভূকম্প হৰ্চত ন| কিন্তু এ ভূমিকম্প সেখানেও এমত হইয়াছে যে সেখানে অনেক ঘর দোলায়মান হষ্টয়াছিল । এবং যাহারা দাড়াইম্বা বেড়াইতেছিল তাহারা ঐ ভূমিকম্পের সময়ে কিছু অবলম্বন না করিয়া দাড়াই থাকিতে পারিল ন। এক সাহেব সেই সময়ে পাঙ্গীতে যাইতেছিল সে কিছু জানিতে পারিল না। কিন্তু লোকেরদের দৌড়াদৌড়ি দেখিল ও পাক ঘরের উপর হইতে বড় টাইল ইট পড়িতে দেখিল । এবং সেখানকার লোকেরদের মস্তক ও গাত্র ঘুর্ণনেতে তাহারা ওলাউঠা ইষ্টয়াছে জ্ঞান করিয়া হাহাকার করিতে লাগিল ও জাপনারাই মৃত্তিকাতে পড়িল ।