পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিখিয়াছেন অর্থাৎ হিন্দুকলেজের চাকর ও শিক্ষক নৃান করিলে কালেজ শ্ৰীশ্ৰষ্ট হুইবেক । এ কথা সত্য বটে গবর্ণমেণ্টের উচিত সৰ্ব্বসাধারণের বিদ্যা উপার্জনের প্রতি মনোযোগ করেন এ ৰিধাম করিতেছেন কিন্তু হিন্দুকলেজের প্রতি সংগ্ৰতি যে বিশেষ কৃপা প্রকাশ পাইতেছে না জহার কারণ আমরা অনুমান করিয়াছি গবর্ণমেণ্ট শুনিয়াছেন হিন্দুকলেজের কএক জন ছাত্র নাস্তিক হইয়াছে কেহ২ খ্ৰীষ্টীয়ান হইয়াছে কেহ২ কখন হিন্দু কথন মুসলমান কথন বা খ্ৰীষ্টীয়ান মতাবলম্বন করে ইহাতেই হিন্দু ভদ্র লোকমাত্র অত্যস্ত বিরক্ত হইয়াছেন হিন্দুকলেজের দ্বারা যে দেশের উপকার হইবেক তাই প্রায় কেহ স্বীকার করেন না বরঞ্চ ধৰ্ম্মহানির সম্ভাবনা বুঝিয়া অনুপকারক জ্ঞান করিতেছেন এইহেতুক গবর্ণমেণ্ট হিন্দুকলেজের বিষয়ে বিশেষ মনোধোগ করিবেন না যদি ছাত্রসকল শিষ্ট শান্তরূপে ভদ্রসন্তানের মত ব্যবহার করেন অর্থাৎ সনাতন ধৰ্ম্ম যাহা পূৰ্ব্বপুরুষের ব্যবহৃত তাহাই আচরণ করেন এবং তাহাতে কোন সন্দেহ উপস্থিত বা আপত্তি না করেন তবে ভদ্রলোক সকলেই গবর্ণমেণ্টনিকটে প্রার্থনা করিতে পারেন এবং গবর্ণমেণ্টও তাঁহাতে আপত্তি করিতে পারেন যদিও গবর্ণমেণ্ট নিজহক্টতে টাকা আর না দেন অর্থাৎ যে তিন হাজার টাকার আকুলা হইয়াছে ইহ দিতে অস্বীকৃত হন তথাচ এতদ্দেশীয় প্রধান লোকের দ্বারা ঐ টাকা চাদ করিয়াও আদায় করাইতে পারেন কিন্তু এক্ষণে তাহ হইতে পরিবেক না কেননা কতকগুলিন পাষণ্ড ছাত্রদ্ধার। যে কলঙ্ক কলেজের হইয়াছে ইহা মেচিন না হইলে কেহই কলেজের নামঃ কৰ্ণে শুনিবেন না। যদি বল দি এমতি অখ্যাতি হইয়াছে তবে কি কারণ ভদ্র লোকের সন্তানের অদ্যাপি কলেজে পাঠার্থ গমন করিতেছে । উত্তর অনেকেই কলেজ ত্যাগ করিয়াছে ঋহারা আছে তাহারদিগের পিতা মাত অত্যন্ত দমনে রাথিয়াছেন কোনপ্রকারে কিছুই করিতে পারে না কে৪২ আপন সস্তানদিগকে ঘরে সংস্কৃতাভ্যাস করাইতেছেন ইত্যাদি প্রকারে স্ব২ সাপধান থাকেন যদি ইঙ্গরেজী পড়াইবার আর এক উত্তম স্থান থাকিত তবে হিন্দু কলেজে সস্তান পাঠাইতে প্রায় অনেকে সম্মত হইতেন না। পরন্তু যে সকল মহাশয়ের কালেজ স্থাপনার্থ অর্ণ সামর্থ্যাদিদ্বারা বিশেষ যত্ন করিয়াছেন তাহারদিগের চেষ্টা হিন্দুকালেজ যাহাতে বজায় থাকে তাঙ্গ করেন কেননা বাঙ্গালির টঙ্গরেজী শিক্ষিবার এমত উত্তম স্থান আর নাই অতএব আপন২ সন্তাম উঠাষ্টম লইলেক্ট কলেজ ছিন্নভিন্ন হয় এ নিমিত্ত রাগিয়াছেন ইতি । ( বাঙ্গল সমাচার পত্রের মর্শ্ব । ) ( ১১ অক্টোবর ১৮৩৩ । ১৭ আশ্বিন ১২৪০ ) হিন্দুকালেজ।—.কলেজের ছাত্রেরদের বিদ্যাভ্যাসবিষয়ক পারিপাট্য করতে পরম তুষ্টি হয় যেহেতুক আমার বুদ্ধান্তসারে মাধিমটিক্স অর্থাং ক্ষেত্রপরিমাপক বিল ও ইতিহাস এবং অক্সান্ত বিদ্যাতে অন্যান্য ছাত্র অপেক্ষ তাহারদের অধিক নৈপুণ্য এবং ঐ ছাত্রেরদের অধিক জ্ঞান প্রাপণের সম্ভাবনা বটে যেহেতুক লা ও পেলিটিকাল ষ্টকানোমিনামক বিদ্যাশিক্ষকের পদে মুপ্রিম কোর্টের এক কৌন্সেলী সাহেব শ্ৰীযুত লর জন পিটর গ্রান্ট গবর্ণমেণ্টকর্তৃক নিযুক্ত হইয়াছেন এবং ছাত্রেরদের শিক্ষাপ উক্ত সাহেবের উদ্যোগস্থার বোধ হয় যে তাঙ্কাল অল্পকালের মধ্যে লা অথল