পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨o8 মংবাদ পত্রে মেকানের কথা স্বর্ণ নিৰ্ম্মিত ঘড়ী পারিতোষিক দিয়াছেন এই বিষয় মেডিকেল কলেজের ছাত্রেরদের প্রভি ও ঐ কলেজের সকলের প্রতি বড় স্থখদায়ক আর ইহাতে প্রকাশ হইয়াছে যে লার্ড সাহেব ঐ কালেজের বড় হিতকারী আর ছাত্রেরা এমন জ্ঞান করিতেছেন পরে আমরা উচ্চ পদস্থ হইব । | জ্ঞানান্বেষণ । ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬ ) কলিকতাৰ্থ চিকিৎসালয় –কলিকাতা কুরিয়ুর পত্রদ্বারা অবগত হওয়া গেল যে গবর্ণমেণ্টের নিকটে এমত প্রস্তাব করা গিয়াছে যে কলিকাতাস্থ চিকিৎসালয়ের ছাত্রেরদিগকে যে বেতন এইক্ষণে দেওয়া যাইতেছে তাহ। ক্রমে২ শূন্য হইয়া পরিশেষে লোপ করা যায় তাহার কারণ এই যে ঐ চিকিৎসালয় এইক্ষণে এমত বদ্ধমূল হইয়াছে যে সরকারী বেতন দান রহিত হইলেও ছাত্রেরদের উপস্থিত হওনের নূ্যনত হক্টবে না এমত বোধ হইয়াছে। কিন্তু আমারদের বোধ হয় যে এমত সময়ে ঐ বৰ্ত্তন লোপ করণ অতি অপরামর্শ হয়। ঐ কলেজে এতদেশীয় লোকেরদের বিশেষ অনুরাগ জন্মিমাছে বটে এবং উত্তমরূপে চিকিৎসা বিদ্য শিক্ষাজন্য যে মহোপকার তাঁহাওঁ তাহারা অনুভব করিতেছেন তথাপি আমারদের ইচ্ছা যে ঐ বিদ্যালয় দেশের মধ্যে আরো কিঞ্চিং মুলবদ্ধ ন হইলে তদীয় নিয়মের উপর হস্ত ক্ষেপণ করা উচিত হয় ন৷ অতএব এই বিয়ে চূড়ান্ত আজ্ঞা দেওনের পূৰ্ব্বে গবর্ণমেণ্ট পুনৰ্ব্বার বিবেচনা করিবেন এমত আমারদের ভরসা হয় । ( ২ নভেম্বর ১৮৩৯ | ১৭ কাৰ্ত্তিক ১২৪৬ : চিকিৎসা শিক্ষালয় —আমরা শুনিয়া আহলাদিত হইলাম যে এতদেশীয় ভাষায় ইঙ্গরেজীমতে এতদ্দেশয় লোকেরদিগকে চিকিৎসা শিক্ষার্থ আগামি মাসের প্রথমে কলিকাতাস্থ চিকিৎসা শিক্ষালয়ের সমীপে উপরি এক চিকিৎসা শিক্ষালয় স্থাপিত হইলে । ঐ শিক্ষালয়ের শিক্ষকতা পদে চিকিৎসা শিক্ষালয়ের প্রধান ছাত্র ত্রযুত শিবচন্দ্ৰ কৰ্ম্মকার নিযুক্ত হইবেন । এই ব্যক্তি ঐযুত ডাক্তর ওসাগনেসি সাহেবের অবৰ্ত্তমানে কিমিয় বিদ্যাতে ছাত্ররদিগকে ইঙ্গরেজী ভাষায় শিক্ষা দিয়াছিলেন । কলিকাতার স্কুল { ১১ জুলাই ১৮৩৫ । ২৮ আষাঢ় ১২৪১ ) বিজ্ঞাপন —সকল লোককে জ্ঞাত করা যাইতেছে যে সি লোপেস সাহেব অদ্যাবধি আমার শোভাবাজারের নম্বর ১৬৮ রুডিমেণ্টল একাডমিনামক বিদ্যালয়ের আংশিদার হইলেন । কগুচিং শ্ৰীকালাচাদ দত্তস্য