পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

პათ মংবাদ পত্রে সেকালের কথft স্বাক্ষরকারিরদের স্থানে টাকা না পাওনের শঙ্কা না থাকিত তবে আরো অধিক বালক আসিত। অদ্যপর্যন্ত এতদেশীয় লোকের কিপর্য্যস্ত উৎসাহ হীন তাহ আপনি অবগত আৰ্চেৰ অতএব এইস্থানে দুইটা অবৈতনিক পাঠশালা থাকিতে যে র্তাহারা বেতন দিতে ইচ্ছুক হক্টৰেন না ইহা সুতরাংই বোধ হইবে। কিন্তু এক বিশেষ কারণে ঐ সকল লোক এই পাঠশালাতে পুত্রাদিকে বিমাধ্যমুনার্থ বিমুখ হইয়াছেন সেই কারণ এই যে এই পাঠশালাতে কেবল এতদ্দেশীয় শিক্ষক শিক্ষা দেন । আপনি অবগত আছেন যে আম্মদেশীয় লোকেরদের মধ্যে বর্ণ ও জাতীয় ও পোশাক পরিচ্ছদাঞ্জি দেখিয়া নৈপুণ্য ও ক্ষমতা নির্ণয় করেন কিন্তু বিদ্যা দেখিয়া নহে অতএব সাধারণ্যে কহি যদি ইউরোপীয় বা ইষ্টইণ্ডিয়া ব্যক্তি কিঞ্চিৎ জানেন এমত কোন শিক্ষক থাকিতেন তবে তাহাকেই মহাবিজ্ঞ জ্ঞান করিয়া বালকেরদিগকে শিক্ষার্থ পাঠাইতেন কিন্তু বাঙ্গলি যদিও অতিনিপুণ বিজ্ঞ কৃতকৰ্ম্ম থাকেন তথাপি তঁহাকে হেয় বোধ করেন। হে সম্পাদক মহাশয় এ অতিমন্দ বিবেচনা অতএব যদ্যপি আপনি এতদ্বিষম্বে লেখনী ধারণ না করেন তবে এই ভ্ৰমাত্মক বিবেচনা বহুকালাবধিই চলিবে এবং তাঁহাতে এতদেশীয় স্বশিক্ষিতেরদের মান হানি হইবে কেবল নহে এতদ্ধেশীয় অনেক পাঠশালার মঙ্গল হানিও হইতে পারে। আপনি মনে করিলে পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতে পারেন যে এইক্ষণে হিন্দুকলেজেও পাঁচ ছয় জন এতদেশীয় শিক্ষক আছেন এবং পটল ডাঙ্গাতে ছের সাহেবের পাঠশালাতেও বুঝি কেবল এতদ্দেশীয় শিক্ষকের দ্বার কায্য নিৰ্ব্বাহ হইতেছে এবং এইস্থানে ইহাও মন্তব্য যে ঐ পটল ডাঙ্গীর পাঠশালার এক জন শিক্ষকের কএক মাস হইল ছোট নাগপুরের কৃষাণপুর স্থানীয় পাঠশালার শিক্ষকতা নিমিত্ত একাধিপত্য ছিল এবং তিনি এতদ্রুপ কাৰ্য্য সম্পাদন করেন যে তথাকার রেসিডেণ্ট সাহেব তাঙ্গর প্রতি অতিসন্তুষ্ট ছিলেন । কিন্তু প্রকৃতবিষয় লিপি যে কলিকাতার জেনরল আসেম্লি অর্থাং পাদরি ডফ সাহেবের পাঠশালাধ্যক্ষেরা যেমন নিয়মানুসারে ছাত্রেরদিগকে শিক্ষা দেন তদন্তসারে এই পাঠশালাতে শিক্ষণ দেওয়া যাইতেছে অর্থাং তাবৎ বিদ্যা জিজ্ঞাসাপূর্ণাঞ্চ শিক্ষাণ যায় এবং যে দুই জন সাহেব এই পাঠশালায় কাৰ্য্যামুরক্ত র্তাহার এই নিয়মে অতিসন্তুষ্ট হইয়াছেন। কিন্তু নানা কারণপ্রযুক্ত ঐ সাহেবেরদের নাম ব্যক্ত করিতে পারিলাম না কিন্তু ঐ সাহেবলোকেরা এমত সন্তুষ্ট হইয়াছেন যে ঐ নিম্নমানুসারেই শিক্ষণ দিতে র্তাহারদিগকে পরামর্শ দিয়াছেন।---—এক্স । চু"চড়াহইতে এক ক্রোশ অস্তরিত। ஆ ( ১৭ নভেম্বর ১৮৩৮ । ৩ আগ্রহায়ণ ১২৪৫ ) অামারদিগের পাঠকবর্গের স্মরণ থাকিবেক যাহা আমরা পূৰ্ব্বে প্রকাশ করিয়াছিলাম যে জেনেরল কমিটি আব পবলিক ইনিকট্রকসন শিশুগণকে বিদ্যাদানার্থ হুগলিতে এক বিদ্যালয়