পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ २४” মংবাদ পত্রে সেনকালের কথা পুস্তকালয় ( ১৪ নভেম্বর ১৮৩৫ । ২৯ কাৰ্ত্তিক ১২৪২ ) কলিকাতার সাধারণ পুস্তকালয় - গত শনিবারে কলিকাতার টেনহালে নৃত্তম পুস্তকালয় পক্ষীয় মহাশয়ের সভাস্থ হইলেন। তাহাতে ঐ পুস্তকালয় স্থনিয়মপুৰ্ব্বকই স্থাপিত হয় এবং পুৰ্ব্বকার প্রবিপনল কমিটির পরিবৰ্ত্তে ৭ জন কিউরেটর অর্থাৎ অধ্যক্ষ মনোনীত হইলে পুস্তকালম্ব স্থাপন ও তৎকার্য্য নিৰ্ব্বাহ বিষম্বক ধারা নিরূপণকরণের ভার সাত জনের হস্তে অপিত হয়। এবং আমরা অবগত হইয়া আঙ্গলাদিত হইলাম যে উক্ত পুস্তকালম্বের ৬০ জন অধ্যক্ষ স্বাক্ষর করিয়াছেন এবং বোধ হয় যে আর দুই তিন সপ্তাহের মধ্যে ঐ পুস্তকালয়ের কার্য্যারম্ভ হইলে তাহার তাবৎ বিষয়ই স্বধারামত চলিবে। শেষ বৈঠকে গ্রাহা যে সকল প্রস্তাব কলিকাতার সম্বাদ পত্রে প্রকাশিত হইয়াছে তাহা আমরা পাঠক মহাশয়েরদের গোচরার্থ প্রকাশ করিলাম । ১৮৩৫ সালের ৭ নবেম্বর শনিবারে টেনহালে সাধারণ সভাতে যে প্রস্তাব গ্রাহ হইল છtફ હાફે । 岬 প্রথম । নিশ্চয় হইল যে গত ৩১ আগস্ত তারিখে যে সঙা হয় সেই সভাতে মনোনীত প্রস্তাবানুসারে সাধারণ পুস্তকালয় স্থাপন করা উচিত যেহেতুক তদ্বিযয়ে সৰ্ব্বসাধারণেরই আমুরগি জন্মিয়াছে'। দ্বিতীয় । নিশ্চয় করা গেল ধে প্রথমে কমিটিকতৃক উপযুক্ত বেতনেতে এক জন নায়েব পুস্তক রক্ষক নিযুক্ত হন এবং আবশ্বাক হইলে আরো এক জনকে নিযুক্ত করণের ক্ষমতা তাহারদের থাকে । তৃতীম। প্রবিসনল কমিটির রিপোটের যে সকল পরামর্শ এইক্ষণে পাঠ হইল ভাই। এবং উক্ত সংশোধিত নিম্নম এই বৈঠকে গ্রাহ হয় । চতুর্থ। এই পুস্তকালমের কার্যা সকল ৭ জন কিউরেটর অর্থাৎ অধক্ষেরণের হস্তে অৰ্পণ করা যায় এবং তা স্থার অংশিরদের এবং যে প্রথম শ্রেণির স্বাক্ষরকারিরা এক বৎসরঅবধি স্বাক্ষর করিয়াছেন তাহারদের দ্বারা প্রতি বৎসরে ফেব্রুআরি মাসের বাধিক বৈঠকে মনোনীত হইবেন। এবং র্যাহারা অধ্যক্ষ হইবেন তাহারী ইশতেহারের দ্বার বৈঠকে অংশিদিগকে আগমনার্থ অঙ্গবান করিবেন। পঞ্চম। ঐ অধ্যক্ষ সাহেবেরা যেমত উচিত বুঝেন সেষ্টমত পুস্তক সংগ্ৰহ ৪ বিতরণ করিতে এবং পুস্তকালয়ের রক্ষণাবেক্ষণ কাৰ্য্যবিষয়ে নিয়ম করিবেন এবং এই বৈঠকে যে মূল বিধান স্থির হইয়াছে তদনুসারে ঐ পুস্তকালয় সংস্থাপন করিবেন। এবং আগামি ফেব্রুআরি মাসের সাধারণ বৈঠকের পূৰ্ব্বে সৰ্ব্বসাধারণ লোকের বিজ্ঞাপনাথ ঐ বিধান প্রকাশ কংিবেন। এবং তাঙ্গার গ্রন্থরক্ষক এক জন নিযুক্ত করিবেন ও যাহাতে ঐ পুস্তকালয়ের কার্য্য আগামি ১ দিসেম্বর जृङ्गिं আরম্ভ হয় এমত উচিত ব্যক্তিরদিগকে কাযে নিযুক্ত করিবেন।