পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्जिंग्नकों १२*> যষ্ঠ। ঐ পুস্তকালয়ের অধক্ষেরা এককালে এই সোসৈটির হাজার টাকার অধিক ব্যয় করিতে চাহিলে তাহীর বিবরণ এক সপ্তাহপর্য্যন্ত মেজের উপরি রাথণের পর তাঙ্গ বাস করিতে পারেন । সপ্তম । অধ্যক্ষেরদের কার্য্যসকল এক গ্রন্থের মধ্যে লেখ। যাইবে এবং ঐ পুস্থ আংশি ও স্বাক্ষরকারিরদের দর্শনাথ মেজের উপরি নিত্যই থাকিবে। অষ্টম। এইক্ষণে যে নিয়ম প্রকাশ হইল তাহ। এই সমাজের মূলবিধানের গুমি গণ্য হইবে এবং কেবল বার্ষিক সাধারণ বৈঠকে তাহার মতান্তর হইতে পারিবে অথবা বাহু মতাস্থরকরণার্থ সাত দিন পূৰ্ব্বে কলিকাতার এক বা তদধিক দৈনিক সম্বাদপত্রের খাল ইশতেহার দেওয়া গেলে এবং ঐ ইশতেহারে প্রস্তাবিত মতাস্তরের ভাব প্রকা- গুগলে পর কোন মতান্তরকরণ সিদ্ধ হইতে পরিবে । নবম। অধ্যক্ষ সাহেবেরা উচিত যে কোন সময়ে অষ্টম ধারাতে ধে বিজ্ঞাপনের বিষয় লিথিত আছে সেইমত বিজ্ঞাপনকরণের পর এক বিশেষ বৈঠক করিতে পারেন এব দ্যপি কোন পাচ জন অংশ অথবা কোন দশ জন অংশী এবং এক বৎসরপর্য্যস্ত প্রথম সং প্রদায়ের স্বাক্ষরকারিরদের মধ্যে দশ জন আজ্ঞা করিলে এক মাসের মধ্যে ঐ অধ্যক্ষ সাহেবের এক বিশেষ বৈঠক করিবেন এবং ঐ আজ্ঞাপত্রের দ্বারা ঐ বৈঠককরণের তাৎপর্যা লিখিতে হইবে এবং ঐ আজ্ঞা প্রাপণের পর যদ্যপি দুই সপ্তাহের মধ্যে অধ্যক্ষের বৈঠকহঙনবিষয়ে এভেল:- ন দেন তবে কোন তিন জন অংশী ঐ সাত দিবসের এত্তেল দিলে পর তদ্রুপ এক বৈঠক আপনারাই করিতে পারেন । দশম । নীচে লিখিতব্য সাহেব লোকের প্রথম সাধারণ বৈঠকপয:স্থ অধ্যক্ষ ৪ কাধ্যে নিযুক্ত হইবেন। শ্ৰীযুত সর এডবার্ড রক্ষন সাহেব । শ্ৰীযুত চালর্স কামরণ সাহেব । শ্ৰীযুত ডিকিন্স সাহেব । শ্ৰীযুত পার্কর সাহেব । শ্ৰীযুত গ্ৰাণ্ট সাহেব । শ্ৰীযুত মাপর্মন সাহেব । শ্ৰীযুত কলবিন সাহেব। একাদশ। . আগামি সাধারণ বৈঠকপয্যন্ত শ্ৰীযুত কলর সাহেব সংপ্ৰতি এই সমাজের সম্লান্ত সেক্রেটরীর কৰ্ম্ম গ্রহণ করিবেন। দ্বাদশ । বঙ্গদেশের শ্ৰীলশ্ৰযুত গৰবৃনর সাহেব অতিবদান্যতাপূর্বক ফোট উলিয়ম কলেজের গ্রন্থসকল এই সমাজে অর্পণ করিয়াছেন তন্নিমিত্ত অধ্যক্ষ সাহেবের ঐ ঐলক্রযুত সাহেবের নিকটে সামাজিক তাবল্লোকের অতিবাধ্যতা স্বীকার করিবেন। '