পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8७ মgবাদ পত্রে মেকালের কথা ( ১৭ মে ১৮৩৪ । ৫ জ্যৈষ্ঠ ১২৪১ ) On the 19th Isay will be published from the Seramfore Press, An English and Oordoo School Dictionary, In Roman characters, with the accentuation of the (lordoo words, caleulated to facilitate their pronunciation by Europeans. By J. T. Thompson, of Delhi. Price, at Calcutta, 3 Sicca Rupees ; and at Delhi, 4 Sonat Rupees. ( ১ নভেম্বর ১৮৩৪ । ১৭ কান্তিক ১২৪১ ' শোভাবাজারস্থ রোমানেজিং অর্থাৎ রোমান অক্ষরে মুদ্রাঙ্কনার্থ প্রেলে অতিক্ষুদ্রাক্ষরে যে ক্ষুদ্র আশ্চৰ্য্য এক গ্রন্থ প্রকাশিত হইয়াছে তাহার এক পুস্তক আমরা পাইয়াছি । তাছার পথম পৃষ্ঠে গ্রন্থের দুই নাম প্রকাশিত আছে অতএব ঐ গ্রন্থের কি নাম কহিতে হুইবে তাহ নিশ্চয় বুঝা গেল না তাহার শিরোভাগে উপদেশকথা তৎপরে নীতিকথা বলিয় নাম আছে। প্রথম ভাগে ফলতঃ বঙ্গভাষাতে যে সকল ইতিহাসকথা এইক্ষণে চলিত আছে তাহাহইতে সরোদ্ধার করিম প্রকাশিত হইয়াছে কিন্তু ত্রযুক্ত ত্ৰিবিলিয়ন সাহেবের নিয়মক্রমে এব" "হার আল্পকূল্যে এই গ্রন্থ বাঙ্গলা ভাষা ইঙ্গরেজী অক্ষরে মুদ্রান্ধিত হইয়াছে। এই গ্রন্থসম্পাদক বাবু শারাদাপ্রসাদ বাস ঐ গ্রন্থের প্রথম পৃষ্ঠে এই আকারে নাম লিপিত আছে কিন্তু তাহার এই সম্পাদকতাব্যাপারে এইরূপ বিদ্য দর্শান হুইয়াছে যে ঐ মহাশয় শ্রযুত ত্ৰিবিলয়ন সাহেবের নির্মানুসারে বাঙ্গল কথা ইঙ্গরেজী অক্ষরে অষ্ট্রলিপি করিয়াছেন ঐ পদের কার্য্য বাবু যে অতিসংশোধনপূর্বকই করিয়া থাকিবেন তাহাতে সন্দেহ নাই ঐ নূতন নিয়মের বিষয়ে তাহার যে অত্যন্ত মহরাগ আছে তাছা হাতেই দৃষ্ট হইতেছে ধে ঐ নিয়ম তিনি শ্রযুক্ত ত্ৰিবিলম্বন সাহেবের নামের উপরিই খাটাইয়াছেন এবং ঐ আধুনিক নিয়মক্রমে র্তাহার নাম Tririlian লিখিয়াছেন । এই গ্রন্থের মধ্যে অনেক ছবির ছবি প্রকাশ পাইয়াছে এবং শোভাবাজারের মহারাজের রাজবাটীর এক প্রতিবিম্ব প্রকাশিত আছে কিন্তু কোন ব্যক্তিকতৃক তাহ থোদিত বা ছবি হইয়াছে তাহ ব্যক্ত নাই শ্ৰীযুত সর চলস ডাইলি সাহেবও ঐ ইতিহাস গ্রন্থের মধ্যে কতিপয় ছবি প্রকাশার্থ প্রশন করিয়াছেন... । ( ১৯ জুলাই ১৮৩৪ । ৫ শ্রাবণ ১২৪ ১ । বঙ্গ ভাষায় রচিত ক্ষুদ্র এক গ্রন্থ অর্থাৎ নবদ্বীপাধিপতি রাজা ১ কুষ্ণচন্দ্র রাষ্মের চরিত্র বিবরণ এই সপ্তাহে এখানে প্রকাশ হুইয়াছে । ঐ গ্রন্থ ফোর্ট উলিয়ম কলেজের ছাত্রেরদের নিমিত্ত ৮ প্রাপ্ত ডাক্তর কেরি সাহেবের অনুমতিক্রমে রচিত হইয়া ৩২ বৎসর পূৰ্ব্বে প্রথম