পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৮ সংবাদ পত্রে মেকালেৰ কথা লভ্য উৎপত্তি হইবে তাহার কিয়দংশের ব্যাখা করা যাইতেছে। আমরা জ্ঞানবান ও পণ্ডিত হিন্দুস্থানীয় মহাশয়দিগকে নিবেদন করিতেছি তাহার শ্রবণ করিয়া ইহার বিচার করুন। ১ এতদেশীয় অনেক বর্ণমালাতে পঞ্চাশ বর্ণ এবং প্রায় অসংখ্য যুক্ত বর্ণ আছে ইহাতে শিক্ষকদের অতিশয় বৈরক্তি ও বিলম্ব জন্মে কিন্তু এই তাবৎ বর্ণ ইজরেজী ২৪ অযুক্ত বর্ণের দ্বারা প্রতিরূপিত হইতে পারে কেবল মধ্যে২ এই চিহ্নের ব্যবহার করিতে হয় । এ মতে ছরিদিগের বিদ্যাভ্যাস অতি ত্বরায় এবং অনায়াসে হইতে পারে। ২ র্যাহার কৰ্ম্মোপযুক্ত ও খ্যাত্যাপন্ন এবং উচ্চ পদ প্রাপ্ত হইতে প্রার্থন করেন তাহারদিগের ইজরেজী শিক্ষা করা আবশ্যক হয়। ইহাতে যদি তাহার বালককালে আপন জাতীয় ভাষা অভ্যাস করিয়া তদবধি ইঙ্গরেজী লেখা পড়া করিয়া আসিতে থাকেন তবে তাহারা আতাল্প কালে এবং অনায়ালে ইঙ্গরেজী বিদ্যা উপার্জন করিতে পারেন । ৩ ইঙ্গরাজী বিদ্যা উপার্জন ব্যতিরেকে অনেক ভারতবর্ষীয় ভাষা শিক্ষা করা হিন্দুস্থানস্থ লোকের আবশ্বক কিন্তু ইহা উত্তম রূপে বিদিত আছে যে নূতন২ বর্ণ অভ্যাস করিতে অনেক কালক্ষেপ হয় এবং স্বীয় ভাষার ন্যায় সেই নুতন অক্ষর লেখাতে তৎপর হইতেও অনেক কাল অপেক্ষা করে কিন্তু সৰ্ব্বত্র ইঙ্গরেজী অক্ষরে লিখনের চলন হইলে মনুষ্যদিগকে বহু কালীন নিফল পরিশ্রম করিতে হইবে না। a এতদ্ধেশীয় সকল ভাষার মূল সংস্কৃত কিন্তু সম্প্রতি প্রত্যেক ভাষার বর্ণের পৃথকৃ২ আকার হইয়াছে এই প্রযুক্ত এ দেশের হিন্দু লোক অনুমান করে যে অন্য দেশীয় হিন্দুদের ভাষা সম্পূর্ণ পৃথক এমত প্রকারে তাগর পরস্পর আপনারদিগকে ও বিদেশীয় উমী জ্ঞান করে । এইক্ষণে যদি এ সকল দেশীয় ভাষা ইঙ্গরেজী অক্ষরে লিখিত হয় তবে দেখা যাইবে ও স্পষ্ট বোধ হইবে যে তাহার। পরস্পর এত বিদেশীয় উমী নহে ও তাহদের আদি ভাষা ও এক এবং যে প্রণয় ও অস্তঃকরণের ঐক্য আমরা এইক্ষণে কহিতে অক্ষম এবং এত ভিন্ন২ জাতীয় বর্ণের সন্ত নিতান্ত অসম্ভব বোধ হয় এমন তাহাদিগের পরস্পর প্রণয় ও অন্তঃকরণের ঐক্য এ রূপে হুইবে । ৫ সংস্কৃতহুইতে প্রায় সকল হিন্দুস্থানস্থ লোকের ভাষার উৎপত্তি জানিবেন একারণ কোন ব্যক্তি উত্তমরূপে এক ভাষাতে বুৎপন্ন হইলে অন্য২ প্রত্যেক ভাষার বহুতর শব্দের অর্থ বুঝিতে পারেন অতএব যদি সকল ভাষা ইঙ্গরেঞ্জী অক্ষরে লিগিত হয় তবে কোন পণ্ডিত কিম্বা মুনসি কেবল এক কিম্বা দুই তিন বিদ্যা বর্তমান কালের ন্যান্থ উপার্জন না করিয়া অনায়াসে তাবৎ হিন্দুদিগের ভাষাতে ব্যুৎপন্ন হইতে পরিবে। যে প্রার্থনাদ্বার। এক আধারে এ রূপ সমূহ গুণযোগ হয় তাহাকে অবশ্য উত্তম প্রাথন কহিতে হুইবে । ও ইঙ্গরেজী বর্ণমালায় বড় অক্ষর ও ইটালিক বর্ণ লিখনের দ্বারা যণার্থরূপে পড়িবার এবং নামাদি ও বিশেষ ভtfর কথা প্রকাশ করিবার অধিক মুগম আছে কিন্তু হিন্দুস্তানীমুদিগের বর্ণের স্বভাব ও আকারহেতুক ইহা তম্ভাষাতে হইতে পারে না। তবে যদি ইঙ্গরাজী বৰ্ণে ঐ সমস্ত ভাসা লেখা যায় তবে এমত কল্পনার ಇಳ್ದ সহস্র২ হিন্দুস্থানীয় বালকদিগের আপন২ ভাষা