পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ . মংবাদ শত্রে মেকালের কথা ধাইতেছে যে কলিকাতার লালদীর উত্তরপূৰ্ব্বকোণে পুস্তকালয়কৰ্ত্তা অষ্টেল সাহেবের নিকট চিঠী লিখিলে কিম্ব তাহার নিকট গেলে অতিঅল্প মূল্যে পাওয়া যাইবে। ভাষা-সমস্যা ( ১০ ফেব্রুয়ারি ১৮৩৮ । ২৯ মাঘ ১২৪৪) পারস্ত ভাষা –পারস্তভাষা উঠয়নবিষয়ে বঙ্গদেশের শ্ৰীশ্ৰীযুত গবর্নর সাহেবের নীচে লিখিতব্য চরমাঞ্জা আমরা প্রকাশ করিলাম এই হুকুমের দ্বারা ঐ বিষয়ের একেবারে শেষ হইল তাহাতে এই আজ্ঞা হয় যে ১২ মাসের মধ্যে তাবৎ আদালতে ও কালেকটরী কাছারীতে ঐ বিদেশীয় ভাষার ব্যবহার উঠিয়৷ যাইবে এবং তাহার পরিবর্তে দেশীয় ভাষা চলিত হইবে । ইউরোপীয় কৰ্ম্ম কারক সাহেবেরদের প্রতি অনুমতি হইয়াছে যে এই ভাষা পরিবর্তনেতে কোন অনিষ্ট না ঘটে এনিমিত্ত র্তাহারা স্বনিয়ম করিতে পারেন কিন্তু ঐ পারস্ত ভাষা একেবারে চূড়ান্তরূপে উঠাইম দেওন ১৮৩৯ সালের জামুজারি মাসের পর আর কিছুমাত্র বিলম্ব হইবে না । এই অশুভ ভাষার পরিবর্তনেতে দেশীয় তাবল্লোকের অতিশুভ সম্ভাবনা বিষয়ে আমারদের পরম লালস | বহুকালাবধি দেশীয় তাবলোকের অতিব্যগ্রতা ছিল যে সরকারী কৰ্ম্মকারকেরদের সঙ্গে তাহারদের যে সকল নিজ কৰ্ম্ম তাহা আপনারদের ভাষার দ্বারা নিৰ্ব্বাহ করিতে পারেন এবং তাহার এই বিষয় বারঙ্গার গবর্ণমেণ্টকে নিবেদনও করিয়াছেন । এইক্ষণে পরিশেষে ১৮৩৮ সালে শ্ৰীলইযুক্ত লাউ অঞ্চলগু সাহেবের আনুকূল্যে গহারদের ঐ ইষ্টসিদ্ধ হইল অতএব ইদানীং বঙ্গভাষার বিষয়ে মনোযোগ না করণে আর কোন ওজর থাকিবে না। অধুন বিদেশীয় আর কোন ভায় অভ্যাসকরণে কিঞ্চিম্মাত্র কারণ থাকিল ন৷ অতএব আমারদের ভরসা হয় যে বঙ্গভাষাতে বিদ্যাদানার্থ বঙ্গদেশমন্ত্র গ্রামে গ্রামেই পাঠশাল স্থাপন হইবে । বিজ্ঞাপন । ভারতবর্ষস্থ কৌন্সলের প্রযুক্ত প্রসীডেন্ট অর্থাৎ সভাপতি সাহেব গত মাসের ৪ তারিখে ১৮৩৭ সালের ২৯ আইনের ২ ধারাক্রমে ঐ আকৃটের দ্বারা ভালীযুত গবর্নর জেনরল বাহাদুরের হজুর কৌন্সলের যে সকল ক্ষমতা আছে তাহা বঙ্গদেশের ক্রযুক্ত ডেপুটি গবর্নর সাহেবকে অপর্ণ করাতে ঐ প্রযুক্ত ডেপুটি গবর্নর সাহেব এই নিশ্চয় করিয়াছেন যে ফোর্ট উলিয়ম রাজধানীর অন্তঃপাতি বঙ্গাদি তাবৎ প্রদেশে আদালত ও রাজস্ব সম্পৰ্কীয় কার্য্যে পারস্য ভাষার পরিবর্তে দেশীয় ভাষার চলন হুইবে এবং এইরূপ পরিবর্তনকরণার্থ ১ জানুআরি তারিখঅবধি ১২ মাস নির্দিষ্ট হইল । " শ্ৰীলশ্ৰযুক্তের এমত বোধ আছে যে এই পরম মাঙ্গলিক স্বনিয়মেতে অতিপ্রাচীন ও দেশীয় মূলবদ্ধ নিয়মের পরিবর্তন হুইবে অতএব f অতিসাবধানে নিৰ্ব্বাহ করিতে হুইবে ।