পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৪ ংবাদ শত্রে চেনকালের কথা হিন্দী ভাষাতে বিজ্ঞোত্তম আমরা বোধ করি অন্যান্ত যে সকল সাহেব লোক কোর ও বাজলা দেশে কাৰ্য্য করিতেছেন ইহারদিগের তুল্য জন্য কেহ ঐ তিন ভাষাতে স্বশিক্ষিত না হবেন অতএব আমরা উপরিউক্ত সাহুেবদিগকে এই কথার শালিশ মন্তত করে যে আদালতসম্পৰ্কীয় লিখন পড়ন ইহার পারসী কি বঙ্গীয় ভাষাতে উত্তম ও স্বলঙ বোধ করেন নচেৎ গবর্ণমেণ্ট যদি কলিকাতা নিবাসী কতিপয় স্থতার ও তাতী ও জেলি ও তামূলী ও বেণ্যে ও সদেগাপ অর্থাৎ চাষাগোওয়ালা আধুনিক ও অমূলক বাবু উপাধিধারী চিনাৎস্নারীর দোকানদার চৰ্ম্মপাদুকা ও মুরগী ইত্যাদির বাণিজ্যকারী তথা বাণিজাৰ্যবসায়ি সাহেব লোকেরদিগের মেট সরকার র্যাহার হেডু ইউডু ও কোওয়াইট ওএল ইত্যাদি দুই চারি কথা ইঙ্গরেজী আভাস করিয়াছেন ও র্যাহারদিগের সভ্যতা এই যে প্রায় বোলয়ে বাস করেন ও বোরদিগকে আপন পরিবারের নিকট অহরহ যাতায়াত করিতে দোষ জ্ঞান করেন না ও যাহারা পথে২ নৃত্যগীত নগরকীৰ্ত্তনাদি করিয়৷ বেড়ান ও কবিতাষ্ট ত্যাদি সকার বকরি আপন স্ত্রীলোক পরম্পরাকে অর্থব্যয় করিয়া শ্রবণ করান তাহাতে কিছুমাত্র ঘৃণাবোধ করেন না ঐ সকল বাবুর সাহেবলোকের সমীপে জানান ষে পারস্ত প্রচলিত থাকাতে দেশের অনেক অনিষ্ট হইতেছে ঐ কথার প্রামাণ্যতায় যদি গবর্ণমেণ্ট আদালত হইতে পারসী পরিবর্তন করেন নিতাস্তষ্ট দুখের বিষয় আমরা নিশ্চিত কহিতে পারি যে এদেশস্থ ব্যক্তিদিগের মধ্যে পারস্য ভাষা লিখন পড়নের কিঞ্চিত্মাত্র রসজ্ঞ ধিনি হবেন তেঁহ ঐ ভাষা পরিবর্তনে কদাচ সন্মত হইবেন না কলিকাতা নিবাসির মধ্যে প্রাচীন বিষয়ী ও মান্য ৮ মহারাজা নবকৃষ্ণ বাহাদুরের ঘর এবং ৮ দেওয়ান অভয়চরণ মিত্রের সস্তানের যদি ঐ মহাশয়রা নিরপেক্ষ হইয়া যথার্থ কহেন ধে আদালতের রোবকারি ও ফয়সল ও উত্তর প্রতুক্তিরের লিখনদি পারস্য ভাষাহইতে বঙ্গীয় ভাধায় উত্তম হুইবেক অবগুই মান্য বটে যদ্যপিও কলিকাতার মধ্যে ৬ বাৰু গোপীমোহন ঠাকুরের ঘর মান্য বটে কিন্তু / বাবু নন্দলাল ঠাকুরের লোকান্তর হওয়াতে আমরা ভরসা করি না যে ঐ পরিবারের মধ্যে অন্য কেহ এবিষয়ের বিচার যোগ হইবেন বরঞ্চ তন্মধ্যে কোন২ বাবু প্রাচীন নিয়ম ও প্রথাকে সৰ্ব্বদাই হেম্ন বোধ করিম্ব নবীন মস্তাবলম্বী হইয়াছেন তবে ঐ বংশে শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর পারস্য ভাষা কিঞ্চিং জানিতে পারেন যেহেতু মংকালীন তেহ ২৪ পরগনার কালেকটরীর শিরিস্তাদারী কৰ্ম্মে ছিলেন পারসীতে আপন নাম দস্তখং করিতেন ৮ ইচ্ছায় ঐ বাৰু এইক্ষণে কলিকাতায় বিপুল সন্ধান্ত যদি র্ডাহার নিকটও কেবল এষ্টমা প্রশ্ন হয় যে আদালতের রোবকারি ও ফয়ছল। লিথনে পারসী কি বঙ্গ ভাষা স্বলভ ও উত্তম আমরা বোধ করি যে উক্ত বাবু অবগুই নিরপেক্ষ ইষ্টয়া উত্তর দিবেন যদবধি পারসী পরিবর্তনে দেশীয় ভাষা প্রচলিত হওনের অতঙ্ক প্রকাশ হুইয়াছে বেহার প্রদেশে কি হইতেছে অর্থাৎ হিন্দী ভাষা পারস্য অক্ষরে লিপিত হয় তাহা সাধারণের পড়িবার সাধ্য হয় না এবং যদি পারস্য অক্ষর চলিত রহিল তবে ঐ ভাষা পরিবর্তনে কি T জনক হইবেক যদি বলেন উক্ত দেশের