পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ \OV 9 স্বাক্ষর শ্ৰীমতী রাণী মুসারমী y রাজা হরিনাথ রায় বাহাদুর বৈকুণ্ঠ বাসির মাত এবং তাহার উপেক্ষিত বৈভবের কৰ্ম্মাধ্যক্ষ তথা শ্ৰীমতী রাণী হরম্বন্দরী উক্ত বৈকুণ্ঠবাসী রাজা হরিনাথ রায় বাহাদুরের বনিড এবং তাহার বৈভবের কৰ্ম্মাধ্যক্ষ । মোং কলিকাভ ২৪ অক্তোবর সন ১৮৩৯ সাল মোং ৮ কাৰ্ত্তিক সন ১২৪৬ সাল। ( ২৩ নভেম্বর ১৮৩৯ ৷ ৯ অগ্রহায়ণ ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায়।—শ্ৰীমতী রাণী হরমুন্দরীর প্রকোষ্ঠ হইতে ২০:২ লক্ষ টাকা স্থানান্তর করণ বিষয়ে সে মোকদ্দমাম্ব শ্ৰীমতী রাণী হরমুন্দরী ও অন্যের ফরিযাপী এবং কুমার কৃষ্ণনাথ রায় আসামী। সেই মোকদ্দমায় গত ১৪ নবেম্বর তারিখে শ্ৰীযুত টর্টন সাহেব সুপ্রিম কোটে প্রার্থনা করিলেন যে মোকদ্ধমার শুননি দুই সপ্তাহপর্যন্ত মুলতবী থাকে যেহেতুক আসামীর স্ত্রী অত্যস্ত পীড়িত হওয়াতে আসামী এইক্ষণে কৰ্ম্ম করণে অক্ষম। ভাঙ্গতে আদালত অনুমতি করিলেন । ( ৫ অক্টোবর ১৮৩৯ । ২• আশ্বিন ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায়।—শ্ৰীযুত কুমার কৃষ্ণনাথ রায়ের বিষয়ে অতি গুরুত্তর এক”মোকদম উপস্থিত হইয়াছে। আর চাfর পাচ মাসের মধ্যে তিনি প্রাপ্ত ব্যবহার হুঙ্গয় স্বীয় পৈতৃক তাবৎ সম্পত্তির অধিকারী হুইবেন। দৃষ্ট হইতেছে যে যুবরাজ ও তদীয় মাতার মধ্যে কোন বিষয়ে বিবাদ উপস্থিত হওয়াতে ২৪ তারিখে শ্ৰীযুত কুমার কৃষ্ণনাথ রায় উকীল শ্ৰীযুত ষ্ট্রেটল সাহেব ৭ পোলীগের শ্ৰীযুত মেকান সাহেব ও অন্য দুই তিন জন সাহেব সমভিব্যাহারে আপন মাতার প্রকোষ্টে প্রবেশ করিলেন এবং তথায় উপস্থিত হইয়। স্ত্রীলোকেরদিগকে স্থানান্তরে যাইতে কহিলেন তাহাতে র্তাহারা স্থানান্তর হইলে তিনি সাহেবেরদিগকে ঐ স্থানে লষ্টয় গেলেন এবং তাহারদের সমক্ষে কএকটা সিন্ধুক রজু দ্বারা বন্ধন ও মোহরাঙ্কিত করি আপনার সংসারাধ্যক্ষ শ্ৰীযুত জে পি সি সদল"ণ্ড সাহেবের নিকটে প্রেরণ করিলেন । কথিত আছে যে ঐ সিন্ধুকের মধ্যে ৩০ লক্ষ টাকা ছিল। এই ব্যাপারের দিনেক দুষ্ট দিন পরে এই তাবদ্বিষয়ে পোলীদের সম্মুখে আবেদন হইল । এবং উহার মাত কহিলেন যে অন্তঃপুরে বিদেশীয় স্লেচ্ছ লোকেরদের প্রবেশ করাতে আমার অত্যন্ত অমান হষ্টয়াছে এবং বলপূর্বক অনেক টাক লুঠ হইয়াছে যুবরাজের পক্ষে ও তাহার মাতার পক্ষে কএক জন উকীল সাহেবের ছিলেন কিন্তু ঐ মোকদ্দমার নিপত্তি হইয়াছে কি না আমব: শ্রত হুই নাই। স্কপ্রিম কোর্টের সাহেবেরদের ইচ্ছা আছে যে ঐ মোকদ্দমা তথ্যমু আনীত হয়। ২০ । ৩০ লক্ষ টাকার এমত ভারি মোকদ্দমা অনেক দিনাবধি ঐ আদালতে দৃষ্ট হয়