পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬৬ মংবাদ পত্রে মেকালের কথা ফলতঃ কলিকাতার মধ্যে এত মাঙ্ক ব্যক্তিরা যে ঘোরতর অপরাধের নিমিত্ত এককালে আদালতে অপিত হন এমত পূৰ্ব্বে প্রায় কখন দৃষ্ট হয় নাই। দেখুন রাজা রাজনারায়ণ রায় সম্প্রতি ভাস্কর সম্পাদককে প্রহার ও গ্রেপ্তার করুণাপরাধে এইক্ষণে আপনিই কএদ হইয়াছেন। টেপুর রাজবংশু ক্ষুদ্র এক জন দোকানদারের অনিষ্ট করণ বিষয়ে বঙ্গ হইয়াছেন এবং রাজা বৈদ্যনাথের দুই পুত্র এক জন সামান্ত ব্যক্তিকে খুন করুণাপরাধে কএদ থাকিলেন। (१ यांÉ sw8० ॥ २८ फॉसन २२8७ ) রাজা বৈদ্যনাথ রায়ের দুই পুত্রের মুক্ত হওন।—আমরা পরমহলাদ পূর্বক প্রকাশ করিতেছি যে রাজা কালীকৃষ্ণ রায় ও রাজকৃষ্ণ রায়ের আপন বাটতে একজন দরিদ্র ব্যক্তিকে খুন করণ বিষয়ে গত মঙ্গলবারে মুপ্রিমকোটে যে বিচার হইয়াছিল তাহতে জুরির দ্বারা তাহারা নির্দোষী হইলেন । ( ১৪ মার্চ ১৮৪০ । ২ চৈত্র ১২৪৬ ) মেদিনীপুর জিলাতে বিষখাওয়ান --জলামুটার রাজার অপমৃত্যু বিষয়ে নীচে লিখিতব্য পত্র গত শুক্রবার ইঙ্গলিসমেন সম্বাদপত্রে প্রকাশ হইয়াছে। ইচ্ছা হয় যে মেদিনীপুর জিলাস্থ আমারদের কোন পত্রপ্রেরক ঐ অতিগুঢ় ব্যাপারের বিষয় অনুসন্ধান পূৰ্ব্বক পত্র দ্বারা আমারঙ্গিকে স্থাপন করেন। ইন্সকিমেনের পত্রের লেখক উক্ত রাজার বিষ খাওয়ান বিষয় অতি প্রসিদ্ধের ন্যায় লিখিয়াছেন অতএব ঐ বিষয়ে আরো কিঞ্চিৎ বিশেয অবগত হইতে লোকের ব্যগ্রত হইতেছে। ইঙ্গলিসমেন পত্র সম্পাদক । বোধ করি এই মেদিনীপুর জিলাতে আপনার পত্র প্রেরক অনেক নাই থাকিলে এই জিলার অর্ধেকের জমীদার জলামুটার রাজাকে সম্প্রতি বিষ পাওয়াইয় হত্যা করণ ব্যাপার আপনি অবগু সম্বাদপত্রে প্রকাশ করিতেন। উক্ত জমীদার হিজলিস্থ নিমক এঞ্জেণ্টের বাসস্থানের নিকট কাণ্টাই স্থানে দেহত্যাগ করিলেন এক্ষণে এমত জনরব আছে যে ডাক্তর সাহেব ইহার অনেক দিবস পূর্বে র্তাহার শরীর হইতে বিষ নির্গত করাষ্টয়াছিলেন কিন্তু ঐ স্থান অনেক দূর প্রায় ৩৫ ক্রোশ অস্তরিত হওনা প্রযুক্ত এখানকার মাজিস্ত্রেট সাহেব তথায় গমন করিতে পারেন নাই তাহাতে প্রতিকারের অনেক বিলম্ব হইতেছে এবং মেলা ঘূল চলিতেছে। শুনা গেল যে পোলীদের স্বপরিন্টেণ্ডেণ্ট সাহেব এই অতি ভারি ব্যাপার তজবীজ করণার্থ প্রথমত এই স্থানে আগমন করিবেন এবং সাহেব যেমন চালাক অবগু ঐ ব্যাপারের তীবত্তত্ব বুঝিয়া লইবেন।