পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ግ● মংবাদ পত্রে মেকালের কথা রাখিয়া থাকেন তাহার ঔচিত্যানেীচিত্যবিষয়ক বাদামুবাদ সংপ্রতি বোম্বাইজে হইতেছে বোম্বাই দর্পণের পত্রপ্রেরক এক ব্যক্তি ১৩ মে তারিখের পত্রে তদ্বিষয়ে লেখেন যিনি মন্দির করিয়া দেব প্রতিমা স্থাপন করেন তাহার স্বীয় নামযুক্ত ঐ প্রতিমার নামকরণব্যবহার হিন্দুরদের মধ্যে আছে তাহার যুক্তাযুক্তত্ববিষয়ক গেজেট সম্পাদক মঙ্গশয় যাহা লিথিয়াছেন তদ্বিষয়ে আমার কিছু উল্লেখ্য নাই । কিন্তু নীচে লিখিত শাস্ত্রবচন আপনকার নিকটে প্রেরণ করিতেছি ঐ ব্যবহার শাস্ত্রসিদ্ধ আমার এই কথা তদৃষ্টে সপ্রমাণ হইবে । প্রতিষ্ঠামুখ গ্রন্থের ভূমিকার পরেই এই বিধি আছে। “ অর্থ কতৃ নামতং দেবস্ত নাম কুৰ্য্যাং সৰ্ব্বদা লোক ব্যবহারার্থঃ । দেব প্রতিমাদিস্থাপক ব্যক্তি স্মরণার্থ সৰ্ব্বদা প্রতিমার নামকরণ এমত করিবেন যে তাহাতে আপনার নামযুক্ত দেবতার নাম হয়। প্রতিষ্ঠা ত্রিবির পদ্ধতিতে লেখে। “অৰ্থ কতৃনামযুতং দেবহুনাম বিদধাং ।” প্রতিমাদিশ্বাপক ব্যক্তি আপনার নামযুক্ত দেবতার নাম রাখিবেন। ( ১৭ জুলাই ১৮৩০ । ৩ শ্রাবণ ১২৩৭ ) মহাঘটাপূর্বক কন্যাদান –চুচূড়ানিবাসি শ্ৰীযুত বাপ বিশ্বম্ভর হালদার কলিকাতানিবাসি খ্ৰীযুত কালীকিঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্রকে গত ১৭ আষাঢ় বুধবার রায়িতে কন্যাদান করিয়াছেন ঐ বিবাহ উদ্বাহুতন্ত্রোক্ত বিধিবোধিত কৰ্ম্ম নিৰ্ব্বাহ হইয়াছে অর্থাৎ সংকুলীনে ৰক্ষাদান করিস্থ কন্যাকে তৎক্ষণাং এক তালুক দান করিয়াছেন ঐ তালুকের নাম লাট মুকুন্দপুর মতালকে জিলা হুগলি ২৩ মৌজার কাত সদর জমা ১৩৬৪•৮১২। মুনাফা সালিয়ান ৪০০০ চারি হাজার টাকা এ প্রকারে বহুমূল্যের ভূমিদান করাতে দাতার অধিক বিচক্ষণত৷ প্রকাশ হইয়াছে যেহেতুক ইহাতে কন্যা ও জামাত একেবারে সংসার নির্বাহ নিমিত্ত অর্থ চিস্তায় নিশ্চিন্ত হইযেন । ধনি গোষ্ঠীপতির কৰ্ত্তব্য যে কুলভঙ্গ করিতে হইলে এপ্রকার সংস্থান করিয়া দিয়া সংস্কুলীনে কস্তাদান করেন অপর কন্যাদান বিষয়ে সাধারণ জনশ্রুতি আছে পূৰ্ব্বে রাজার সংস্কুলীনে অৰ্দ্ধেক রাজ্য ও এক রাজকন্যা দান করিতেন এ বিষয়ও তাদৃশ জ্ঞান করিতে পারি যেহেতুক পাত্র চৈতল চন্দ্রশেখর বিদ্যালঙ্কারের সন্তান নৈকোষ/ভাবাপন্ন সংকুলীন বটেন হালদার বাবুর কন্যা যেপ্রেকার স্বন্দরী ও মণিমুক্তাদি নানাভরণে ভূষিত হইয়া সভায় আনীত হইয়াছিলেন তাহাকে দর্শন করিম্বা কে না রাজকন্যার তুল্য জ্ঞান করিয়াছিলেন পরস্তু চারি হাজার টাকার মুনাফার তালুকের মূল্য প্রায় লক্ষ টাকা হইবেক ইহা ভিন্ন স্বর্ণ রৌপ্যনির্শিত তৈজস ও বিবিধ প্রকার বসনভূষণ শয্যাদির মূল্য অল্প নহে অতএব ইহার সমুদায়ের মূল্য অৰ্দ্ধেক রাজ্যের মূল্য তুল্য হইতে পারে •••{ সমাচার চন্দ্রিক ]