পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిఖికా মংবাদ গাত্রে মোকালের কথা উত্তর উত্তম হইয়াছে কোন প্রধান ইঙ্গরেজের নিকট ইহ সংশোধনার্থ প্রেরণ কর্তব্য । ঐযুত বাবু রাধাকান্ত দেব সে ভার গ্রহণ করিলেন। যাহার দ্বারা আরজী প্রেরিত হুইবেক সে লোকের বিবেচনা নিমিত্ত ত্রযুত বাৰু কাশীনাথ বন্যোপাধ্যায় শ্রযুত বাবু রাধাকান্ত দেব শ্ৰীযুত বাৰু গোকুলনাথ মল্পিক খ্ৰীযুত বাৰু আগুতোষ দেব ঐযুত বাৰু শিবচন্দ্র দাস ও ঐযুক্ত বাৰু তারিণীচরণ মিত্র এই ছন্ন জন বিবেচক শ্বিব হইলেন ঞ্জহারা কোন দিবস ত্রযুক্ত বাৰু গোপীমোহন দেবের বাটতে বৈঠককরত লোক বিবেচনা করিয়া স্থির করিবেন। চাদার টাকা আদায়ের ফর্দ দর্শন গেল র্যাহারদিগের নিকট অদ্যাপি টাকা পাওয়া যায় নাই তাহারদের নাম ঐ দিবসের সভাম উল্লেখ করিতে নিষেধ হইল আগামিতে শুনিবেন । চাদার নিমিত্ত যে কএকথান বহি পরে প্রস্তুত হইয়াছিল ঐ সভায় উপস্থিত করাতে শ্ৰীযুত বাবু কাশীনাথ বন্দোপাধ্যায় ২ থান শ্ৰীযুত বাৰু শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় ১ খান শ্ৰীযুত বাৰু বৈষ্ণৰদাস মল্লিক ১ খান বহি লইয়া কছিলেন আমারদিগের অনেক আত্মীয় স্বজনগণের ইহাতে স্বাক্ষর হয় নাই তাহারদিগের স্বাক্ষরাঙ্কিত করাইব । অপর শ্ৰীযুত হরনাথ তর্কভূষণ ভট্টাচার্যকর্তৃক সহমরণ মীমাংসাপত্র পূৰ্ব্বে সংক্ষেপরুপে প্রস্তুত হইয়াছিল পরে তাদৃশ মীমাংসাপত্র ভূরি প্রমাণদ্বার প্রস্তুত হইয়াছে তাহ সমাজে অর্পণ করিলেন। সম্পাদকের নিকট রাথিতে অনুমতি হইল প্রয়োজনমতে দিবেন সতীসংহিতানামক গ্রন্থ সংগ্ৰন্থকারকের প্রেরিতপত্র পাঠে তাহাকে সভার আহবানের অনুমতি হইল পরে নানাস্থানহই.ত যে সকল পত্র আসিয়াছিল তাঁহন্দ্রিবণে সদুত্তর লিপিতে অনুমতি হইল । সম্পাদকের শেষ প্রশ্ন নিয়ম হুইয়াছে যেপধ্যস্ত আরজী বিলত না যাইবেক তাবৎকাল প্রতি রবিবারে বৈঠক হইবেক কিন্তু আগামি রবিবার মহাবিধুবসংক্রান্তি সে দিবস বৈঠক হুইবেক কি না । অনুমতি হইল তাহার পর রবিবারে বৈঠক হইলেক । অধ্যক্ষদিগের প্রশ্নমতে নীচের লিখিতব্য কএক জন অধ্যক্ষ নিযুক্ত হইলেন । শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যাম্বের অভিপ্রায়ে । শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য। ঐযুত হরনাথ তর্কভূষণ ভট্টাচাৰ্য । ক্রিযুত শম্ভুচন্দ্র বাচস্পতি ভট্টাচাৰ্য্য। - শ্ৰীযুত নীলমণি ন্যায়ালঙ্কার ভট্টাচাৰ্য্য। শ্ৰীযুত বাৰু রাধাকান্ত দেবের অভিপ্রামে। শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য । ঐযুক্ত নিমাইচাঁদ শিরোমণি ভট্টাচাৰ্য্য। শ্ৰীযুত বাৰু সত্যচরণ ঘোষাল । শ্ৰীযুত কান্তিচন্দ্র সিদ্ধাস্তশেখর ভট্টাচাৰ্য্য। শ্ৰীযুত বাবু নীলমণি দত্ত। শ্ৰীযুত বাৰু আশুতোষ দেবের অভিপ্রামে। শ্ৰীযুত বাবু শ্ৰীকৃষ্ণ বসাক । ঐযুক্ত জানারায়ণ তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য । শ্ৰীযুত বাবু ভগবতীচরণ গঙ্গোপাধ্যায়ের অভিপ্রামে। শ্ৰীযুত নাথুরাম শাস্ত্রী । , ঐযুত বাবু রামমোহন দত্ত । ঐযুত বাবু প্ৰাণকৃষ্ণ চৌধুরী। ঐযুত বাবু দুর্গাচরণ দত্ত। শ্ৰীযুত বাৰু লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়। শ্ৰীযুত বাবু কাশীনাথ বন্ধ্যোপাধ্যাম্বের অভিপ্রামে। শ্ৰীযুত বাৰু শিবচন্দ্র দাসের অভিপ্রায়ে ।