পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘সংবাদ পূর্ণচন্দ্রোদন্ন পত্রে সেকালের কথা ৪২৫ ( ১৭ জুলাই ১৮৩৫ । ২৭ আষাঢ় ১২৪২ ) জ্ঞানান্বেষণ প্রতি —জ্ঞানান্বেষণ নামক যে এক সমাচার পত্র হিন্দুধৰ্ম্ম বিপক্ষে প্রচার হইয়া থাকে, তৎসম্পাদক অন্মং প্রকাশিত সংবাদ পূর্ণচন্দ্রোমের প্রথম স্থা। অবলোকন করিয়া আষাঢ়ন্ত চতুর্থ দিবসীয় স্বীয়পত্রে হিন্দু ধৰ্ম্ম বিষয়ে উপহান ইতিহাস সহিত সপ্রমাণ দিয়া ত্রযুত চজিক সম্পাদক ও অশ্বংপ্ৰতি যে সকল শব্দ বিন্যাস করিয়াছেন ভস্থষ্টে আমরা কিছু মাত্র কহিতে ইচ্ছুক নহি, যেহেতু হিন্দুদিগের আচার ব্যবহার ও ধর্শ্বনাশ হয় এতাদৃশ আকাঙ্ক্ষায় ঐ পত্রের কৃষ্টি হইয়৷ জন্মাবধি ইষ্ট দেবতাদির নিনা ও হিন্দুধৰ্ম্ম বিদ্বেষত অশেষতঃ প্রকাশ হুইতেছে । বিশেষতঃ যিনি হিন্দু কুলোদ্ভব হইয়। পিতৃ পুরুষাদির ধৰ্ম্ম পরিত্যাগ করতঃ অন্য ধৰ্ম্মামুরক্ত হইয়া ইষ্ট মন্ত্রাদি পরিত্যাগ করিতে পারিলেন তিনি হিন্দুধৰ্ম্ম দ্বেষী হুইবেন ইহাতে আশ্চর্ষ্য কি ••• ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২, মঙ্গলবার, পূর্ণিমা ) ভক্তিসূচক।—আমরা আহলাদ পূৰ্ব্বক প্রকাশ করিতেছি যে ভক্তিস্থচক নামক এক সপ্তাহিক নূতন পত্রের স্বষ্টি হইয়া প্রতি বুধবাসরে প্রকাশ হইতেছে তৎপত্র সম্পাদকের অভিপ্রায়ু আমরা বোধ করিলাম যে তিনি একজন ঐত্রবিষ্ণু পরায়ণ ও স্ববিচক্ষণ বটেন কেনন তন্মহাশূন্ধের বাসন যে সৰ্ব্বদা বিষ্ণুভক্তির আলোচনা উৎকৃষ্ট রূপে প্রচলিত হয়, যাহা বিষয়বিচ্ছন্ন প্রযুক্ত বিষয়ী ব্যক্তিদিগের স্বন্ধুক্ষর হইয়াছে এবং উক্ত পত্রে যে সকল বিষয় প্রকাশ করণ মনন করিয়াছেন তাহাতে বিশিষ্ট শিষ্ট ইষ্ট নিষ্ঠ বিষ্ণুপরায়ণ ব্যক্তিরা পরম সম্ভোযান্বিত হইয়া পাঠ করিবেন এমত সম্ভাবনা বটে যেহেতু ইহাতে শ্ৰীমদ্ভাগবত ও হরিভক্তি বিলাস প্রভৃতি মহাপুরাণান্তর্গত বচন রচনামৃত বিস্তৃত হইতেছে স্বতরাং ইহা পাঠ করণ প্ৰাথনায় বটে বাহ হউক উক্ত সম্পাদক ষে এতাদৃশ পরোপকারে উৎসাহ দ্বিত হইয়া প্ৰবৰ্ত্ত ইষ্টমছেন ইহাতে আমরা তাহাকে অস্মদেশের একজন শুভাকাঙ্ক্ষী জ্ঞান করিলাম । ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২ ) ইংরাজী নূতন সংবাদ পত্র –কিছুদিবস ইষ্টল “পোর্ট ফোলিও” নামৰ ইংলণ্ডীয় ভাষায় এক নূতন পুস্তকাকৃতি সাপ্তাহিক পত্র প্রতি শুক্রবাসরে প্রকাশায়ন্ধি হইছে, এই পত্রের মৰ্ম্ম যে ইংলগু দেশে অনেকানেক প্রকার মাসিক পুস্তক হইয় থাকে সেই সকল পত্রের সার ংকলন এতদ্দেশে প্রচার হয়, যাহা হউক ঐ পত্র যদ্যপিও আমারদিগের ধৰ্ম্মের বিপক্ষ বটে তথাচ উপকারক বোধ করিতে হুইবেক কেননা ইংলণ্ডে প্রচারিত নানাবিধ মেগেঞ্জিন এওয়গরে ছুষ্প্রাপ্য যদ্যপিও প্রাপ্ত হওয়া ধায় তাহাতে ব্যয় অনেক হয় মঙএব ইথ গহণ প্রয়ােজনীয় বোধে উক্ত সম্পাদক ৰে একমুদ্র মূল্যে প্রকাশ করিতেছেন ইহা এত্তদেশীয় মনুষ্য দ্বিগের আহলাদজনক বটে— & 8