পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘সংবাদ পুর্ণচন্দ্রোদয় পত্রে সেকালের কথা 8ՀԳ পিতামাতার যেরূপ আজ্ঞা তদনুসারে চলিলে চিরকাল সমভাবে থাকিতে পারেন, তথা “সংসগঞ্জ দোষগুণা ভবস্তি । কস্যচিৎ হিন্দু বালকানাং হিতৈর্ষিণ । { ৭ সেপ্টেম্বর ১৮৩৫ । ২৩ ভাদ্র ১২৪২ ) পুস্তকালয় ॥—শ্ৰীলশ্ৰযুত স্তার চালর্স মেটকাফ সাহেবের কর্তৃত্বাধীন ছাপ যন্ত্রের স্বাধীনত চিরস্মরণার্থ এক পুস্তকালয় স্থাপিত হইবার কল্পনা হইয়াছে, তাহাতে ইউরোপীয় ও এতদেশীয় মহাশয় দিগের সাহায্য দ্বারা অনেকানেক পুস্তক প্রদত্ত হইবে। এবং র্যাহারা এবিষয়ে দানাঙ্গীক্লত প্রকাশ করিয়াছেন তাহাদিগের নাম নিম্নে লিখিত হইল । ঐধুও উইলেম থেঙ্কর সাহেব কাবেট সাহেবের রুত হিষ্টরি অফ ইংলেণ্ড ও ইষ্টেট ট্রাম্বেল এই প্রকারদ্বয়ে ২৯ খান পুস্তক প্রদান করিয়াছেন । এবং শ্ৰীযুত জেম্স কিড ও ঐযুক্ত পি এস ডি রোজারিও ও প্রযুত গরথি সাহেব ইহারা তাহাদিগকে আশ্বাস প্রদান করিয়াছেন, তন্মধ্যে শেষোক্ত সাহেব দ্বন্ধ পরস্পর ১০০ পুস্তক দিবেন। ( ৫ নভেম্বর ১৮৩৫ । ২০ কাৰ্ত্তিক ১২৪২, বৃহস্পতিবার, পূর্ণিয । হিন্দুথিয়েটর দশকের পত্র প্রকাশ না করত ঐযুত নবীণচন্দ্র বস্তু বালুর প্রতি নিবেদন যে ভবিষ্যতে অনাস্থত দর্শক ভদ্রসন্তানদিগের প্রতি কোন নিয়ম স্থির করেন, ইষ্ঠাতেই লেখকের অভিপ্রায় সিদ্ধ হইবেক । সমাজ ( ৩ মার্চ ১৮৩৬। ২১ ফাল্গুন ১২৪২, বৃহস্পতিবার, পূর্ণিমা) পঞ্চপদী গিয়াছিছু কলিকাতা, যা দেখিছু গিয়া তথা, কি লিখিব তাৰ কথা, হা বিখাত, এই হলো শেষে । ভদ্রলোকের ছেলে যত, কালুয়ে সদা রত, স্বরাপান অবিরত, কত মত কুচ্ছ দেশেই । কাঙ্গালি বাঙ্গালি ছেলে, ভুলেও না বাঙ্গালা বলে, ম্লেচ্ছ কহে অনর্গলে, তেরিয়" হয়ে পথে চলে, কাছ দিয়া গেলে, বলে গোটে হেল। পেন লুন জাকিট পরে, ধুতি চাদর তুচ্ছ করে,