পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ף ב এই যে প্রেরিত পত্র আসিয়াছিল ভাই দর্পণে প্রকাশ করিলাম এবং পর প্রেরক ঘেমত লিখিয়াছেন এ অভিমুন্দর লিখিয়ছেন যেহেতুক বিশিষ্ট দ্বয়ের মধ্যে ভেদ গুন্মিলে বিশিষ্ট লোকের খেদ হয় এবং বিশিষ্টের মধ্যে ভেদ না থাকে বিশিষ্টের এই প্রাপনা অতএব উভয়েষ্ট বিবেচনা করিবেন। ( S 8 সেপ্টেম্বর >bra R I ○● 51cm > &aみ ) পারসীয়ান কাগজ –নানাস্থানহষ্টতে অনেক লোক পারসীমুনি থবরের কাগজের কারণ পত্র লিখিয়াছেন এবং কোন২ সমাচার দপণপাঠকও বাসন করেন যে পারসীতে খবরের কাগজ প্রকাশ হয়। অতএব এই সকল লোকেরদের তুষ্টির কারণ পারসীমান খবরের কাগজ প্রকাশ করিতে আমরা উদ্যত হইয়াছি আগামী সপ্তাহে ইহার পিস্তারিত প্রকাশ করা যাইবেক । সম্প্রতি পারসীয়ান গবরের কাগজের প্রার্থনাম আগত প ও নীচে প্ৰকাশ করিতেছি দৃষ্টি করিবেন । আগত পত্র । সমাচারদর্পণ প্রকাশক মহাশয়ে –নান দেশী নানাপ্রকার সমসর, গলিত সমাচার দর্পণ প্রকাশ হইয়া অনেক ২ লোকের সন্তোষ জন্মায় এবং এই জিলার জজ সাহেবের নিকটে বাঙ্গালি সমাচার দর্পণ আইসে তাহাতে আমলাহায় ঐ কাগজ পাঠ করিয়া থাকেন কিন্তু এ জিলার আমলালোক অনেকেই প্রার্থনা করেন যে পারসীমান খবরের কাগজ প্রকাশ হয় যেহেতুক আমল লোকের বাঙ্গালি অপেক্ষা পারসী অধিক ভাল বাসেন অতএব যদি আপনার অনুগ্রহপূর্বক পারসীয়ান খবরের কাগজ প্রকাশ করেন তবে অনেক লোকে লম্ব ও অনেকের সম্বোখ জন্মে যেহেতুক র্যাহারা পারসী না জানেন র্তাহার। বাঙ্গালিতেই তৃপ্ত থাকেন কিন্তু সাগর। পারসী ৪ বাঙ্গালি উভয়জ্ঞ তাহারা বাঙ্গালি অপেক্ষা পারসীডে অধিক বাসনা করেন অতএব অনুগ্রহপূর্বক বিবেচনা করিবেন। এই পত্র কেবল আমি একাকী লিখিতেছি এমত নয় কিন্তু ইঠাতে অনেক ভাগ্যবান লোকের অনুমতি আছে। ( ২১ সেপ্টেম্বর ১৮২২ আশ্বিন ১২২৯ ) ইস্তাহার।—সকলকে জানান যাইতেছে যে পূৰ্ব্বাবধি সৰ্ব্বদেশে সমাচারপত্র প্রকাশিত আছে কিন্তু হিন্দুস্থানে বাদশাহের বাদশাহীর সময়ে কেবল ভাগ্যবান লোক ব্যতিরেকে অন্য কেহ ঐ সমাচার পত্র পাঠ করিতে পারিত না এইক্ষণে শ্ৰীশ্ৰীযুত কোম্প নি বাহাদুরের অধিকার হওয়াতে ইংমণ্ডের ন্যায় শহর কলিকাতায় ৪ শ্রীরামপুরে অনেক ছাপাখানা হইয়া ইউরোপীয় • সমাচার ও অন্য২ দেশীয় সমাচারসম্বলিত সমাচারপ , ইংরাজী ও